Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2022: সামনে হংকং, রাহুল-বিরাটের ফর্মে ফেরার সুযোগ

Asia Cup 2022 : ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। চার নম্বরে নেমে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়েন জাডেজা। অনেকের কাছে চমক হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এমনটাই জানান জাডেজা।

Asia Cup 2022: সামনে হংকং, রাহুল-বিরাটের ফর্মে ফেরার সুযোগ
হংকং ম্যাচের প্রস্তুতিতে জাডেজা, রাহুল।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 7:00 AM

দুবাই : পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করেছে ভারত। এবার সামনে হংকং। কাগজে কলমে ভারত অনেক শক্তিশালী দল। পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্স দেখলে ভারতের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়াও প্রয়োজন। বোলাররা অনবদ্য পারফর্ম করলেও ব্যাটিংয়ে হোঁচট খেয়েছিল ভারত। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)-হার্দিক পান্ডিয়া জুটির সৌজন্যে শেষ ওভারে জয় ভারতের। চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে খেলেছেন লোকেশ রাহুল। পারফর্ম করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধেও রানের খাতা খুলতে পারেননি রাহুল। বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচনার বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করলেও স্বস্তি দেয়নি। হংকংয়ের বিরুদ্ধে রাহুল, বিরাটরা আত্মবিশ্বাস নেওয়ার সুযোগ পাবেন। হংকংকে হালকা নেওয়ার জায়গা অবশ্য নেই। ২০১৮ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে অনবদ্য লড়াই করেছিল হংকং। এই ম্যাচেও হংকং শিবিরে নজর থাকবে ভারতীয় বংশোদ্ভূত কিঞ্চিৎ শাহর পারফরম্যান্সে।

ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। চার নম্বরে নেমে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়েন জাডেজা। অনেকের কাছে চমক হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এমনটাই জানান জাডেজা। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটের জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। ১৫০-র নীচে টার্গেট। লোকেশ রাহুল, অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হওয়ায় সাময়িক চাপে পড়ে ভারত। জা়ডেজা-হার্দিক জুটির দাপটে পাকিস্তানকে হারাতে সমস্যা হয়নি ভারতের। আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচে জাডেজার ব্যাটিং পজিশন কী হবে, নিশ্চিত নয়। পাকিস্তানের বিরুদ্ধে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। হংকং ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অলরাউন্ডার জাডেজা বলেন, ‘ম্যাচের একাদশ দেখেই মনে হয়েছিল, এমন পরিস্থিতি আসতে পারে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম। দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু রান করতে পেরেছি। ব্য়াটিং অর্ডারে আমিই একমাত্র বাঁ হাতি। অনেক ক্ষেত্রেই লেগ স্পিনার কিংবা বাঁ হাতির স্পিনার বোলিং করলে বাঁ হাতি ব্যাটম্যানের ক্ষেত্রেই আক্রমণ করা সুবিধার হয়। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। টি ২০ তে ভাবার জন্য সময় নেই। দ্রুত পরিকল্পনার বাস্তবায়ন করতে হয়।’

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলে আরও পরীক্ষা নিরীক্ষা হবে বলাই যায়। পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থকে একাদশে না রাখা, চারে রবীন্দ্র জাডেজাকে নামানো। হংকংয়ের বিরুদ্ধেও হয়তো এমন কিছু দেখা যেতে পারে। গত টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ভারত। এই ফরম্যাটে বিশ্বকাপে ভারতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল সেটাই। অস্ট্রেলিয়াকে পাখির চোখ করেই এগোচ্ছে ভারতীয় শিবির। জাডেজা, হার্দিকদের পারফরম্যান্স আশা জাগালেও মূল নজর অবশ্যই বিরাট কোহলি। এশিয়া কাপ তার কাছেও পরীক্ষা। বিরাটের ফর্মে ফেরা শুধুমাত্র তাঁর জন্যই নয়, ভারতীয় শিবিরের জন্যও জরুরি।