David Warner: বিদায়ী টেস্টে নায়ক ডেভিড ওয়ার্নার, জার্সি উপহার বাবর-মাসুদের

Australia vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্ট ৮ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। যার ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে শান মাসুদের পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিদায়ী টেস্টে অনবদ্য পারফর্ম করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ম্যাচের শেষে এসসিজিতে উপস্থিত দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। তাঁরা এক্কেবারে সামনে থেকে উপভোগ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

David Warner: বিদায়ী টেস্টে নায়ক ডেভিড ওয়ার্নার, জার্সি উপহার বাবর-মাসুদের
David Warner: বিদায়ী টেস্টে নায়ক ডেভিড ওয়ার্নার, বাবর-মাসুদরা দিলেন জার্সি উপহার
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 3:13 PM

সিডনি: দিন দু’য়েকের ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে দুই ক্রিকেটার টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন। বিদায়ী টেস্টের (Test) পর তাঁরা দু’জনই প্রতিপক্ষ দলের পক্ষ থেকে পেলেন জার্সি উপহার। কিন্তু তফাৎও রইল দু’জনের ফেয়ারওয়েল টেস্টে। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সিনিয়র তারকা ক্রিকেটার ডিন এলগার এবং অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিয়ে। দু’জনই দেশের হয়ে শেষ টেস্ট খেলে নিয়েছেন। ডিন এলগার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ জিততে পারেননি। অন্যদিকে ওয়ার্নার তা পারলেন। শুধু তাই নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজে শান মাসুদের পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্ট ৮ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। এই টেস্টের তৃতীয় দিনই বোঝা গিয়েছিল, সিরিজ ৩-০ জিততে চলেছে অজিরা। তৃতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ৬৮। চতুর্থ দিন সেখান থেকে স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করে অলআউট হয়ে যায় পাকিস্তান। যার ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৩০। এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উসমান খোয়াজার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন ডেভিড ওয়ার্নার। অবশ্য ওয়ার্নার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ২৪.৫ ওভারে সাজিদ খান তুলে নেন ওয়ার্নারের উইকেট। বিদায়ী টেস্টে ৫৭ রানের ইনিংস উপহার দেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৫.৫ ওভারে টার্গেট পূরণ করে অজিরা। ৬২ রানে অপরাজিত থাকেন মার্নাস লাবুশেন এবং ৪ রানে নট আউট স্টিভ স্মিথ।

ম্যাচের শেষে এসসিজিতে উপস্থিত দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। তাঁরা এক্কেবারে সামনে থেকে উপভোগ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই পুরস্কার বিতরণী মঞ্চেই পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের হাতে তুলে দেন বাবর আজমের জার্সি। যাতে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সকলের সই রয়েছে। এরপর পাক নেতা মাসুদ অস্ট্রেলিয়ান তারকা ওয়ার্নারকে অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান।

২০১১ সাল থেকে দেশের জার্সিতে টেস্টে খেলেছেন ওয়ার্নার। অজি দলের হয়ে মোট ১১২টি টেস্টে ৮৭৮৬ রান করেছেন ওয়ার্নার। তাতে রয়েছে ২৬টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচ ছিল কিউয়িদের বিরুদ্ধে আর শেষ ম্যাচ তিনি রাঙিয়ে রাখলেন পাক টিমের বিরুদ্ধে খেলে। নতুন বছরের শুরুতেই তিনি ওডিআই ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। এ বার তাঁকে শুধু টি-২০ ক্রিকেটে দেখা যাবে।