ICC ODI World Cup: মাঠে নামার আগেই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্যাট কামিন্স
Pat Cumins: অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অনেকেরই ভারতের মাটিতে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ভারতের পিচের চরিত্র তাঁদের ভালোই জানা। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই দিতে সব রকম ভাবে প্রস্তুত তাঁরা। দুই দল জয় দিয়ে শুরু করতে চাইছে বিশ্বকাপ। কামিন্স বলেছেন, "আমাদের দলের প্লেয়ারদের ভারতের মাটিতে খেলার অভ্যাস রয়েছে।
চেন্নাই: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল টিম অস্ট্রেলিয়া। যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে ট্রফির নাগাল পেতে জুড়ি মেলা ভার। এ বারের অস্ট্রেলিয়া কি আগের থেকে দুর্বল? এই প্রশ্ন মাঠে নামার আগে যতই উঠুক, বাইশ গজে থাকবে না, নিশ্চিত ভাবে বলে দিচ্ছেন প্যাট কামিন্সরা। ভারতের বিরুদ্ধে নামার আগে অজিরা কিন্তু তৈরি থাকছেন। শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সেরা লড়াই ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। রোহিত শর্মার ভারতের পরীক্ষা শুরু ৮ অক্টোবর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভারতের জন্য ঘরের মাঠে লড়াইটা যে কঠিন হবে, বলার অপেক্ষা রাখে না। অজিদের অধিনায়ক প্যাট কমিন্স মাঠে নামার আগেই হুঁশিয়ারি দিয়ে বসেছেন। কী বলেছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।
এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিত শর্মার দলের স্পিন অ্যাটাক বেশ শক্তিশলাী। ভারতীয় শিবিরে রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনাররা। তাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে এ সব নিয়ে একেবারেই চিন্তিত নন কামিন্স। উল্টে ভারতীয় স্পিনার অশ্বিন, জাডেজাদের কীব ভাবে রুখে দেবেন, সেই ছক মন দিয়ে কষছেন তিনি। ভারতের সঙ্গে সদ্য ওডিআই সিরিজ খেলেছে অজিরা। সেখানে সিরিজ হারলেও রাজকোটে শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস জয় করেছে কমিন্সরা।
অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অনেকেরই ভারতের মাটিতে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ভারতের পিচের চরিত্র তাঁদের ভালোই জানা। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই দিতে সব রকম ভাবে প্রস্তুত তাঁরা। দুই দল জয় দিয়ে শুরু করতে চাইছে বিশ্বকাপ। কামিন্স বলেছেন, “আমাদের দলের প্লেয়ারদের ভারতের মাটিতে খেলার অভ্যাস রয়েছে। ভারতীয় টিমে স্পিনের অ্যাটাক কী ভাবে সামলাতে হয়, ভালো করে জানি। ভারতীয় স্পিনারদের ধরনও অজানা নয়।” সেই মতো দলের প্লেয়াররা তৈরি হয়ে নিচ্ছেন। কামিন্সের স্পষ্ট কথা, “শেষ ওডিআই ম্যাচে ভারতের বিরুদ্ধে আমরা যথেষ্ট লড়াই করেছি। প্রথম দুটো হেরেছিলাম ঠিকই, কিন্তু শেষ ম্যাচটা জিতেওছিলাম। ভারতের মাটিতে আমাদের ওডিআই রেকর্ডও কিন্তু ভালো।”