মেলবোর্নে বুমরা-অশ্বিনের দাপট,১৯৫ রানে অলআউট অস্ট্রেলিয়া

মেলবোর্নে প্রথম পর্বে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৬৫।

মেলবোর্নে বুমরা-অশ্বিনের দাপট,১৯৫ রানে অলআউট অস্ট্রেলিয়া
মেলবোর্নে ভারতীয় বোলারদের দাপট। ছবি-বিসিসিআই
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 11:39 AM

TV9 বাংলা ডিজিটাল: মেলবোর্নে বক্সিং টেস্টে ভারতীয় বোলারদের দাপট। মাত্র ১৯৫ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৪ উইকেটে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদন্ড ভাঙলেন বুমরা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৩ উইকেট নিয়ে নজর কাড়েন অশ্বিন। অভিষেকে ২ উইকেট সিরাজের। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন লাবুসানে।

মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই বার্নসকে তুলে নিয়ে ধাক্কা দেন বুমরা। কোনও রান না করে ফেরেন অসি ওপেনার। প্রথম পর্বে জোড়া উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যকফুটে ঠেলে দেন অশ্বিন। অ্যাডিলেডের পর মেলবোর্নেও স্টিভ স্মিথকে আউট করেন অশ্বিন। কোনও রান না করে ফেলেন তারকা অসি ব্য়াটসম্যান। একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৩৮।

আরও পড়ুন: রাহুলের টিমে না থাকা ভোগাতে পারে ভারতকে

এরপর অস্ট্রেলিয়া ইনিংসের হাল ধরেন হেড আর লাবুসানে। দ্বিতীয় পর্বে হেডকে আউট করেন বুমরা। আর চা পানের বিরতির ঠিক আগে সেট হয়ে যাওয়া লাবুসানেকে আউট করে ভারতকে অ্যাডভান্টেজ এনে দেন সিরাজ। ৪৮ রানে আউট হন লাবুসানে। তৃতীয় পর্বেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। কোনও পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি অসিরা। শেষমেস ২০০ রানের কমেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।