AUS vs NZ & NED vs BAN, ICC World Cup 2023 Highlights: হারল বাংলাদেশ, ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস

| Edited By: | Updated on: Oct 28, 2023 | 11:58 PM

Australia vs New Zealand & Netherlands vs Bangladesh, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ শনিবার জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ধরমশালায় মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ইডেনে সাক্ষাৎ হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের। এই জোড়া ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

AUS vs NZ & NED vs BAN, ICC World Cup 2023 Highlights: হারল বাংলাদেশ, ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস
বিশ্বকাপে আজ ডাবল হেডার।Image Credit source: Graphics - TV9Bangla

ভারতে চলতি ১০ দলের বিশ্বকাপের (ICC World Cup 2023) যুদ্ধে রবিবার ছিল জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ধরমশালায় মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট ছিনিয়ে্ নিয়েছে অস্ট্রেলিয়া।  টস জিতে প্রথমে অজিদের ব্যাটিংয়ে পাঠান কিউয়িদের ভার প্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাটিং করে ৩৮৮ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা ট্রাভিস হেড। ৮১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ডেভিড ওয়ার্নার। এরপর ৩৮৯ রান তাড়া করতে নেমে  ১১৬ রান করেন রাচিন। কিন্তু তিনি আউট হওয়ার পর দলের বাকিরা শত চেষ্টা করেও টার্গেট পূরণ করতে পারেননি।  টানটান লড়াই শেষে ৫ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ইডেনে বাংলাদেশের মুখোমুখি হয় ডাচারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান করে অলআউট ডাচরা। এরপর ২৩০ রান তাড়া করতে নেমে ৪২ ওভারেই অলআউট বাংলাদেশ।আজকের এই জোড়া ম্যাচের  সমস্ত লাইভ আপডেট পাবেন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Oct 2023 09:24 PM (IST)

    ICC ODI World Cup: জয়ী নেদারল্যান্ডস

    ইডেনে শেষ হাসি হাসল ডাচরা। বাংলাদেশকে হারিয়ে ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস।

  • 28 Oct 2023 08:45 PM (IST)

    ICC ODI World Cup: শক্তি হারাচ্ছে বাংলাদেশ

    উইকেটের বন্য়া! এ বার ফিরলেন মাহমাদুল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারাল টাইগাররা।

  • 28 Oct 2023 06:37 PM (IST)

    ICC ODI World Cup: ফিরলেন লিটন

    মাত্র ৩ রান করেই ফিরলেন লিটন দাস। তাঁকে ফেরালেন আর্য্য দত্ত।

  • 28 Oct 2023 06:29 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: ৫ রানে জয়ী অস্ট্রেলিয়া

    ধরমশালায় দেখা গেল টানটান শেষ ওভার। শেষ অবধি ৫ রানে জিতল অস্ট্রেলিয়া।

  • 28 Oct 2023 06:15 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: রান তাড়া করতে নামল বাংলাদেশ

    টার্গেট ২৩০। রান তাড়া করতে নামল বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ হাসান।

  • 28 Oct 2023 05:45 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: ডাচরা থামল ২২৯ রানে

    নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান তুলে অলআউট হল নেদারল্যান্ডস। বাংলাদেশকে জিততে হলে তুলতে হবে ২৩০ রান।

  • 28 Oct 2023 05:18 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: রাচিনের শতরান

    ৭৭ বলে শতরান পূর্ণ করলেন রাচিন রবীন্দ্র। এটি তাঁর ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান।

  • 28 Oct 2023 05:11 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: ক্যাপ্টেন স্কট আউট

    ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। ৬৮ রান করে মাঠ ছাড়লেন স্কট এডওয়ার্ডস।

  • 28 Oct 2023 04:58 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: কিউয়ি ক্যাপ্টেনকে ফেরালেন জাম্পা

    অ্যাডাম জাম্পা তুলে নিলেন কিউয়িদের ভারপ্রাপ্ত টম ল্যাথামের উইকেট। ২১ রান করে মাঠ ছাড়লেন জাম্পা।

  • 28 Oct 2023 04:52 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: ডাচ ক্যাপ্টেনের হাফসেঞ্চুরি

    বাংলাদেশের বিরুদ্ধে ৭৮ বলে হাফসেঞ্চুরি করলেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস।

  • 28 Oct 2023 04:14 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: মিচেলের হাফসেঞ্চুরি

    মিচেল স্টার্কের বলে চার মেরে অর্ধশতরানে পৌঁছলেন ড্যারেল মিচেল। ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মিচেল।

  • 28 Oct 2023 03:51 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: ডাচ ইনিংসের ২৫ ওভারের খেলা শেষ

    • নেদারল্যান্ডসের ইনিংসের ২৫ ওভারের খেলা শেষ।
    • ইনিংসের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে ডাচরা।
    • ক্রিজে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিড।
  • 28 Oct 2023 03:47 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: কিউয়িদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ

    • কিউয়িদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • ১৫ ওভার শেষে কিউয়িরা তুলেছে ২ উইকেটে ১০৭ রান।
    • জিততে হলে বাকি ৩৫ ওভারে তুলতে হবে ২৮২ রান।
    • ক্রিজে ড্যারেল মিচেল (২১*) ও রাচিন রবীন্দ্র (১৬*)।
  • 28 Oct 2023 03:23 PM (IST)

    ICC World Cup, AUS-NZ: ফের উইকেট

    ফের উইকেট। এ বার ফিরলেন উইল ইয়ং।

  • 28 Oct 2023 03:06 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: উইকেট হারাচ্ছে ডাচরা

    ১৪ ওভারেই ৪ উইকেট হারাল নেদারল্য়ান্ডস।

  • 28 Oct 2023 02:37 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: রান তাড়া করতে নামল কিউয়িরা

    কিউয়িদের টার্গেট ৩৮৯। রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড। ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও উইল ইয়ং।

  • 28 Oct 2023 02:19 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: প্রথম ৩ ওভারের মধ্যে জোড়া উইকেটের পতন

    ডাচরা প্রথম ৩ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে। দ্বিতীয় ওভারে বিক্রমজিৎ সিংকে ফেরান তাসকিন আহমেদ। এরপর তৃতীয় ওভারে ম্যাক্স ও’ডডকে ফেরান শরিফুল ইসলাম।

  • 28 Oct 2023 02:08 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: ৩৮৮ রানে অলআউট অজিরা

    ৪ বল বাকি থাকতেই ৩৮৮ রান তুলে অলআউট হল অজিরা। ৪৮ ওভারের শেষ অবধি অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ৩৮৭। এরপর ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট তুলে নেন তিনটি উইকেট। যার ফলে ৩৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

  • 28 Oct 2023 02:06 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: রং লাগুক অঙ্গে…

    তুলির টানে… ইডেনে আজ যেহেতু বাংলাদেশের ম্যাচ। তাই ওপার বাংলা থেকে একাধিক সমর্থকরা প্রিয় দলের সমর্থনে এসেছেন। ক্রিকেটের নন্দনকাননে ম্যাচ শুরুর আগে একাধিক বাংলাদেশি সমর্থককে দেখা গিয়েছে, গালে দেশের পতাকার আঁকাতে।

    BAN fan

    তুলির টানে… ক্রিকেটের নন্দনকাননে বাংলাদেশের পতাকা আঁকাচ্ছেন এক সমর্থক। (ছবি-কৌস্তভ গঙ্গোপাধ্যায়)

  • 28 Oct 2023 02:03 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: ডাচদের ইনিংস শুরু

    বাংলাদেশের বিরুদ্ধে ডাচদের ইনিংস শুরু। ওপেনিংয়ে বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডড।

  • 28 Oct 2023 01:59 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: এক ঝলকে দেখে নিন দুই দলের একাদশ

    বাংলাদেশের বিরুদ্ধে ডাচদের একাদশ —

    ডাচদের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ —

  • 28 Oct 2023 01:51 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: অজিদের আজ মাইলস্টোন ম্যাচ

    বিশ্বকাপে ১০০তম ম্যাচ খেলা প্রথম দল হল অস্ট্রেলিয়া। পাঁচ বারের চ্যাম্পিয়ন অজিরা। এ বারের বিশ্বকাপেও রয়েছে দুরন্ত ছন্দে।

  • 28 Oct 2023 01:49 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: দুই দলের সমর্থকরা এক ফ্রেমে

    আজ ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দুই দলের সমর্থকদের ক্রিকেটের নন্দনকাননের সামনে দেখা গেল এক ফ্রেমে।

    NED and BAN fan

    ক্রিকেটের নন্দনকাননে দুই দলের সমর্থকরা এক ফ্রেমে। (ছবি-কৌস্তভ গঙ্গোপাধ্যায়)

  • 28 Oct 2023 01:39 PM (IST)

    ICC World Cup, AUS vs NZ: ম্যাক্সিকে ফেরালেন জিমি

    ধরমশালায় হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন ম্য়াক্সি। জিমি নিশাম তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। ২৪ বলে ৪১ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি।

  • 28 Oct 2023 01:34 PM (IST)

    ICC World Cup, NED vs BAN: টস আপডেট

    ইডেন গার্ডেন্সে টস জিতলেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কট।

  • 28 Oct 2023 01:24 PM (IST)

    ICC World Cup: অজিদের দলগত ৩০০ রান পার

    ৪১.২ ওভারে অস্ট্রেলিয়ার দলগত ৩০০ রান পূর্ণ হল। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ।

  • 28 Oct 2023 12:54 PM (IST)

    ICC World Cup: অজিদের আর খেলা বাকি ১৫ ওভার

    • অজিদের ইনিংসের প্রথম ৩৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছে অস্ট্রেলিয়া।
    • ক্রিজে মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ।
    • মিচেল মার্শ ব্যাট করছেন ৪৫ বলে ৩১ রানে।
    • মার্নাস লাবুশেন রয়েছেন ১৮ বলে ১১ রানে।
  • 28 Oct 2023 12:29 PM (IST)

    ICC World Cup: স্মিথকে ফেরালেন ফিলিপস

    অজিদের একের পর এক ধাক্কা দিয়ে চলেছেন গ্লেন ফিলিপস। ১৭ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন স্টিভ স্মিথ।

  • 28 Oct 2023 12:09 PM (IST)

    ICC World Cup: হেড ফিরলেন প্যাভিলিয়নে

    শতরানের পর ট্রাভিস হেড ফিরলেন প্যাভিলিয়নে। হেডকে ফেরালেন গ্লেন ফিলিপস। ৬৭ বলে দুরন্ত ১০৯ রান করে মাঠ ছাড়লেন হেড।

  • 28 Oct 2023 12:01 PM (IST)

    ICC World Cup: হেডের সেঞ্চুরি

    বিশ্বকাপ ডেবিউয়ে ট্রাভিস হেডের সেঞ্চুরি। ৫৯ বলে দুরন্ত সেঞ্চুরি উপহার দিলেন ট্রাভিস হেড।

  • 28 Oct 2023 11:56 AM (IST)

    ICC World Cup: ২০ ওভারে অজিরা ১৭৭/১

    • অজিদের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ
    • শুরুর ২০ ওভারে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ১৭৭ রান
    • ক্রিজে ট্রাভিস হেড ও মিচেল মার্শ
    • বাকি থাকা ৩০ ওভারে অস্ট্রেলিয়া আর কত রান তোলে সেটাই দেখার
  • 28 Oct 2023 11:52 AM (IST)

    ICC World Cup: ওয়ার্নারকে ফেরালেন ফিলিপস

    গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু দিলেন। দুরন্ত ছন্দে থাকা ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেন ফিলিপস। ওয়ার্নার ফিরলেন ৬৫ বলে ৮১ রানে।

  • 28 Oct 2023 11:12 AM (IST)

    ICC World Cup: হেডের হাফসেঞ্চুরি

    ১ মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অজি তারকা ট্রাভিস হেড। চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত হাফসেঞ্চুরি করলেন ট্রাভিস হেড।

  • 28 Oct 2023 11:09 AM (IST)

    ICC ODI World Cup 2023: ওয়ার্নারের হাফ সেঞ্চুরি

    অর্ধ শতরান করলেন ডেভিড ওয়ার্নার। ৩০ বলে হাফ সেঞ্চুরি এল তাঁর ব্য়াটে।

  • 28 Oct 2023 10:33 AM (IST)

    ICC ODI World Cup 2023: অজিদের ইনিংস শুরু

    টপ অর্ডারে পরিবর্তন অস্ট্রলিয়ার। ওপেনংয়ে ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার।

  • 28 Oct 2023 10:06 AM (IST)

    ICC ODI World Cup 2023: টস আপডেট

    টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠালেন কিউয়ি অধিনায়ক টম ল্য়াথাম।

  • 28 Oct 2023 09:53 AM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হবে কিউয়িদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াই?

    বিস্তারিত পড়ুন: অতীতের বদলা নিতে অজিদের বিরুদ্ধে নিউজিল্যান্ড, কে হাসবে শেষ হাসি?

Published On - Oct 28,2023 9:30 AM

Follow Us: