ICC Test Rankings: ঋষভ পন্থকে টপকে গেলেন বাবর আজম
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্টে ড্র করে বাবর আজম ছাড়াও আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পাক-ক্রিকেটার ফাওয়াদ আলম (Fawad Alam) ও জোরে বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)।
দুবাই: অস্ট্রেলিয়া সফর (Australia Tour) থেকে ঋষভ পন্থ (Rishabh Pant) বেশ ভালো ফর্মেই ছিলেন। কিন্তু ভারত-ইংল্যান্ড (India vs England) চলতি টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। এ বার তারই ছাপ পড়ল আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়েও। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের (ICC Test Rankings) তালিকা প্রকাশ করেছে। ভারতের তরুন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে টপকে এগিয়ে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)।
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানের তালিকায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ উঠে এসে সাত নম্বরে পৌঁছে গিয়েছেন। যার ফলে এক ধাপ নেমে ৮ নম্বরে পৌঁছে গিয়েছেন পন্থ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৬। ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি ক্রিকেটারের অর্জিত রেটিং পয়েন্ট ৯০১। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৯১। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে ৭৭৬ ও ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন।
Pakistan captain Babar Azam has climbed a spot on the @MRFWorldwide ICC Men’s Test Batting rankings ⬆️
Full list: https://t.co/17s2PmICbp pic.twitter.com/uFHHbpeRAE
— ICC (@ICC) August 25, 2021
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্টে ড্র করে বাবর আজম ছাড়াও আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পাক-ক্রিকেটার ফাওয়াদ আলম (Fawad Alam) ও জোরে বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। এই দুই পাক-ক্রিকেটার কেরিয়ারের সেরা আইসিসি ব়্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাকিস্তানের প্রথম ইনিংসে ১২৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৩৪ নম্বর থেকে ২১ নম্বরে উঠে এসেছেন ফাওয়াদ আলম।
বোলারদের তালিকার প্রথম দশে ঢুকে পড়েছেন শাহিন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আইসিসি বোলারদের তালিকার ২২ নম্বরে ছিলেন শাহিন। সেই সিরিজের পর বর্তমানে ৭৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছেন পাক-বোলার শাহিন আফ্রিদি। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৯০৮। ৮৪৮ রেটিং পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
Shaheen Afridi launches up in the @MRFWorldwide ICC Men’s Test Bowling rankings after his stellar series in the West Indies ?
Full list: https://t.co/zWeR1wwvYA pic.twitter.com/jnAesHzo9v
— ICC (@ICC) August 25, 2021
আরও পড়ুন: India vs England 2021: ফের ব্যর্থ পূজারা, চাপ বাড়ছে বিরাটের