ICC World Test Championship final 2021: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের ২০ সদস্যের দল ঘোষণা

শুক্রবার ভারতীয় বোর্ডের (BCCI) তরফে ২০ সদস্যের দল ঘোষণা করা হল।

ICC World Test Championship final 2021: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের ২০ সদস্যের দল ঘোষণা
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 07, 2021 | 7:21 PM

নয়াদিল্লি: আইপিএল (IPL) স্থগিত হয়ে গেছে। কিন্তু নির্ঘণ্ট মেনেই ১৮ জুন সাউদাম্পটনে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। শুক্রবার ভারতীয় বোর্ডের (BCCI) তরফে ২০ সদস্যের দল ঘোষণা করা হল। একই দল ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে। নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। সহ অধিনায়কের দায়িত্ব রয়েছে অজিঙ্কা রাহানের কাঁধে।

জোরে বোলার মহম্মদ সামি ও অল রাউন্ডার রবীন্দ্র জাডেজা দলে ফিরেছেন। চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন এই দু’জনই। সামি এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে চোট পেয়েছিলেন। জাড্ডুও তৃতীয় টেস্ট চলাকালীন চোট পান। চোট সারিয়ে দু’জনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন। যা করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে যায়।

দলে রয়েছেন কেএল রাহুল ও ঋদ্ধিমান সাহাও। কিন্তু দু’জনকেই আগে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন প্রসিধ কৃষ্ণা, আবেশ খানের মত ক্রিকেটাররা। সদ্য স্থগিত হওয়া আইপিএলে আবেশ খান আবার নজর কেড়েছেন।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঋষভ (উইকেটকিপার), রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব। কেএল রাহুল ও ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) ফিটনেস ছাড়পত্রের সাপেক্ষে।

অতিরিক্ত ক্রিকেটার: অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা।

ভারতের ইংল্যান্ড সফর— ১. ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (১৮-২২ জুন) (স্থান-সাউদাম্পটন) ২. ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট (৪-৮ আগস্ট) (স্থান-নট্টিংহাম) ৩. ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট (১২-১৬ আগস্ট) (স্থান-লন্ডন [লর্ডস]) ৪. ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট (২৫-২৯ আগস্ট) (স্থান-লিডস) ৫. ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট (২-৬ সেপ্টেম্বর) (স্থান-লন্ডন [ওভাল]) ৬. ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট (১০-১৪ সেপ্টেম্বর) (স্থান-ম্যাঞ্চেস্টার)