বিদেশিরা বাকি আইপিএলে না খেললে কাটা যাবে মাইনে: বোর্ড সূত্র

কোভিড পরিস্থিতির কারণে মে মাসের শুরুতে মাঝপথেই আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত জানায় বোর্ড। মে মাসের শেষে বোর্ডের তরফ থেকে জানানো হয়, আইপিএলের বাকি ৩১টি ম্যাচ হবে মরুশহরে, সংযুক্ত আরব আমিরশাহিতে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে হবে বাকি ৩১টি ম্যাচ। আইপিএলের তারিখ এখনও ঘোষণা করেনি বোর্ড

বিদেশিরা বাকি আইপিএলে না খেললে কাটা যাবে মাইনে: বোর্ড সূত্র
সৌজন্যে-আইপিএল টুইটার
Follow Us:
| Updated on: Jun 03, 2021 | 10:59 AM

মু্ম্বই: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্বে বিদেশি ক্রিকেটারদের থাকা, না থাকা নিয়ে অনেক জল্পনা দেখা দিচ্ছে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই অনেক দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের ছাড়তে রাজি নয়। এই বিষয়ে কড়া হাতে আসরে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বিদেশি ক্রিকেটাররা মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে না নামলে তাদের মাইনে কাটা হতে পারে।

কোভিড পরিস্থিতির কারণে মে মাসের শুরুতে মাঝপথেই আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত জানায় বোর্ড। মে মাসের শেষে বোর্ডের তরফ থেকে জানানো হয়, আইপিএলের বাকি ৩১টি ম্যাচ হবে মরুশহরে, সংযুক্ত আরব আমিরশাহিতে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে হবে বাকি ৩১টি ম্যাচ। আইপিএলের তারিখ এখনও ঘোষণা করেনি বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে জাইলস আগেই জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাসেজের জন্য আইপিএলে নিজেদের দেশের ক্রিকেটারদের ছাড়বে না তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানকে আইপিএলে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনও এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানায়নি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকেও আইপিএলে খেলা সে দেশের ক্রিকেটারদের কাছে এখনও কোনও নির্দেশিকা আসেনি।

আরও পড়ুন:ছেলে সঙ্গে থাকায় টোকিওয় চিন্তামুক্ত সানিয়া

বোর্ডের এক কর্তা বলেন, ‘বিদেশি ক্রিকেটাররা সেপ্টেম্বর-অক্টোবরে বাকি আইপিএলে না খেললে তাদের মাইনে কাটা হতে পারে। ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিদেশি ক্রিকেটারদের মাইনে কাটলে এ বিষয়ে বোর্ডের কিছু করার থাকবে না।’