আইপিএল চলবে, জানিয়ে দিল বোর্ড

বোর্ডের এক সিনিয়র কর্তা বলেছেন, 'এই মুহূর্তে বলতে পারি, আইপিএল যে ভাবে চলছে, ঠিক সে ভাবেই চলবে। কেউ যদি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, বোর্ড বাধা দেবে না।'

আইপিএল চলবে, জানিয়ে দিল বোর্ড
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 2:37 PM

নয়াদিল্লি: করোনার ধাক্কায় ফের বেসালাম আইপিএল। কোভিডের প্রকোপ হুহু করে বাড়ছে দেশে। তার মধ্যেই চলছে টুর্নামেন্ট। ক্রিকেটাররা বায়ো বাবলে থাকলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই-রা ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটারদের উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, আইপিএল কি চলবে? নাকি, ভয়ঙ্কর পরিস্থিতি বিচার করে আইপিএল বন্ধ করে দেবে বোর্ড?

প্রশ্ন যাই থাকুক না কেন, বিসিসিআই কিন্তু জানিয়ে দিল, আইপিএল বন্ধ হবে না। যে ভাবে চলছে, সে ভাবেই চলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বোর্ডের এক সিনিয়র কর্তা বলেছেন, ‘এই মুহূর্তে বলতে পারি, আইপিএল যে ভাবে চলছে, ঠিক সে ভাবেই চলবে। কেউ যদি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, বোর্ড বাধা দেবে না।’

সোমবার সকালে করোনায় একে একে বিদেশি ক্রিকেটাররা নাম তুলতে শুরু করায় বেশ চাপ তৈরি তৈরি হয়েছিল। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসনরা কেন সরলেন, তা নিয়ে পরিষ্কার করে কিছু না জানালেও অ্যান্ড্রু টাই নিজের ভয়ের কারণ জানিয়েছেন। দোহার এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, ‘ভারতের করোনা ভয়ঙ্কর বাড়তে শুরু করেছে। ওখানে আটকে পড়ার আগেই আমি সরে দাঁড়ালাম।’

আরও পড়ুন:করোনায় আইপিএল থেকে নাম তুললেন অশ্বিন, ৩ অজি ক্রিকেটার

আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা যে ভয় পেয়ে গিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি বলেছেন, ‘সবাই বেশ ভয়ে ভয়েই আছে। অনেকেই দেশে ফেরার কথা ভাবতে শুরু করেছে।