৯০৬ কোটি টাকা ট্যাক্স দিতে হবে বোর্ডকে !
বেশ কয়েক দিন থেকেই সরকারের অর্থ মন্ত্রকের কাছে বোর্ডের কর ছাড়ের অবেদন জমা আছে। কিন্তু সরকার সিদ্ধান্ত না জানানোয় কিছুটা হলেও চাপে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
২০২১ টি-২০ বিশ্বকাপ (2021 T-20 World Cup) আয়োজনের দায়িত্ব কি হারাতে পারে ভারত? এখনই হ্যাঁ বা না, বলার সময় আসেনি, কিন্তু পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে সেটা পরিস্কার। দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে হলে ৯০৬ কোটি টাকা ট্যাক্স দিতে হতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI )। ভারত সরকারের কর নীতি অনুয়াযী বিশ্বকাপ আয়োজন করলে বড় অঙ্কের কর দিতে হয় আয়োজকদের। সরকার কর আংশিক মুকুব করলে সেই পরিমাণ দাঁড়াবে ২২৭ কোটি টাকা।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য চাপ দিতে শুরু করেছে আইসিসি (ICC)। এর আগে চুড়ান্ত সিদ্ধান্ত জানানোর দুটি ডেডলাইন হাতছাড়া করেছে বোর্ড। ৩১ ডিসেম্বর ২০১৯ ও ৩১ ডিসেম্বর ২০২০তে এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেনি বিসিসিআই। কিন্তু এবার আর অপেক্ষা করতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
এখন আইসিসি বোর্ডের সামনে দুটি প্রস্তাব রেখেছে। প্রথমত টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হোক। দ্বিতীয়ত, বোর্ড লিখিত দিক যে, সরকার কর মুকুব না করলে ট্যাক্সের পুরো টাকাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেবে। আইসিসি সম্পুর্ণ কর ছাড় না পেলে বিশ্বকাপ আয়োজন করতে রাজি নয়। সেক্ষেত্রে করের ৯০৬ কোটি টাকা দিতে হতে পারে বিসিসিআইকে।