IPL 2021: আইপিএল আয়োজনের প্রস্তাব কাউন্টিগুলোর, ভাবছে বোর্ড

আইপিএলের (IPL) বাকি ৩১টি ম্যাচ আয়োজন করার ব্যাপারে বিভিন্ন দেশ বেশ কিছুদিন ধরেই উৎসাহ দেখাচ্ছে। কিন্তু এখনই কিছু চূড়ান্ত হয়নি।

IPL 2021: আইপিএল আয়োজনের প্রস্তাব কাউন্টিগুলোর, ভাবছে বোর্ড
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 08, 2021 | 7:44 PM

নয়াদিল্লি: করোনার (COVID-19) থাবাতে আইপিএল (IPL) স্থগিত হয়ে গেছে। তার পরও আইপিএলের সঙ্গে যুক্ত থাকা ক্রিকেটারদের করোনা আক্রান্তের খবর উঠে আসছে। একদিকে শনিবারই কলকাতা নাইট রাইডার্সের টিম সেইফার্ট ও প্রসিধ কৃষ্ণার করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। অন্যদিকে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করার ব্যাপারে বিভিন্ন দেশ বেশ কিছুদিন ধরেই উৎসাহ দেখাচ্ছে। কিন্তু এখনই কিছু চূড়ান্ত হয়নি। জানা গেছে ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্টি ক্লাবও বাকি আইপিএল আয়োজন করতে আগ্রহী।

তবে বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের সঙ্গে এখনই এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। সারে, ওয়ার্কশায়র, এমসিসির মত ক্লাবগুলি বিসিসিআইয়ের কাছে প্রস্তাব রেখেছে, সেপ্টেম্বর মাসে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করার। লন্ডনের মেয়র সাদিক খানও গত মাসেই বলেছিলেন, লন্ডনে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর বসাতে আগ্রহী।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধূমাল বলেছেন, “আমরা সমস্ত বিকল্পগুলি আগে ভালো করে খতিয়ে দেখব। কখন বাকি ম্যাচগুলি করা যাবে তার উপযুক্ত সময় বিবেচনা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের প্রস্তাব নিয়ে ধূমাল বলেছেন, “তাদের প্রস্তাব নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে, এই বছরের শেষে কীভাবে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা যায়, সেই বিষয়টি।”

বিদেশেও ভারতের কোটিপতি লিগ আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। এ ব্যাপারে ধূমাল বলেছেন, “প্রত্যেকে আইপিএল আয়োজন করতে চায়। এমনকি ভারতের বাইরেও এর প্রচুর ফ্যান রয়েছে।” এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজিরাও আশাবাদী টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল পুনরায় চালু হবে। তবে ক্রিকেট মহলের একাংশের দাবি আর দেশের মাঠে বাকি আইপিএল নয়। নানা আলোচনায় প্রাধান্য পাচ্ছে বিদেশের মাঠই। কোন দেশে ফের বসবে আইপিএল চোদ্দর আসর, তা সময়ই বলবে।

আরও পড়ুন: IPL 2021: করোনার কবলে নাইটদের প্রসিধ