IPL 2021: করোনার কবলে নাইটদের প্রসিধ

ব্যাঙ্গালোরে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)।

IPL 2021: করোনার কবলে নাইটদের প্রসিধ
করোনার কবলে নাইটদের প্রসিধ
Follow Us:
| Updated on: May 08, 2021 | 3:46 PM

নয়াদিল্লি: নাইটদের সংসারে ফের করোনা (COVID-19) হানা। এ বার করোনা আক্রান্ত নাইট পেসার প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। শনিবার সকালেই কেকেআরের (KKR) অন্য এক সদস্য টিম সেইফার্টের করোনার খবর আসে। তিনি চেন্নাইয়ে আইসোলেশনে থাকবেন। বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র ও টিম সেইফার্টের পর প্রসিধ হলেন নাইটদের চতুর্থ ক্রিকেটার, যিনি মারণ ভাইরাসের কবলে পড়লেন।

ব্যাঙ্গালোরে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রসিধ কৃষ্ণা। বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী, কৃষ্ণা এবং ওয়ারিয়র অনুশীলনের সময় বরুণের সংস্পর্শে এসেছিলেন। তা ছাড়া নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণের খুব ঘনিষ্ট বন্ধু প্রসিধ। তাই তাঁর থেকে প্রসিধের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ছিলই। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, “দুটি নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পর ভারতের অন্যান্য ক্রিকেটারদের মত প্রসিধও বায়ো বাবল থেকে বেরিয়ে যান। কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছে তিনি পজিটিভ রিপোর্ট পান।”

শুক্রবার বিসিসিআইয়ের তরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দল ঘোষণা হয়েছে, তাতে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় রয়েছেন প্রসিধ। নাইট জার্সিতে পরিচিত প্রসিধ চলতি বছরে আইপিএল এর আগে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেছিলেন।

আরও পড়ুন: করোনার প্রতিষেধক নিলেন রাহানে