Mohun Bagan: ক্রিকেটে ট্রফি জিতল সবুজ মেরুন
Bengal Cricket: ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ফাইনালে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে বিশাল রান তাড়া করে জিতল মোহনবাগান।
কলকাতা: মরসুমের শুরুতেই ট্রফি ঢুকল সবুজ মেরুনে। ফুটবল মরসুম শুরু হচ্ছে কাল। এ দিন ক্রিকেটে ট্রফি জিতল মোহনবাগান। পি সেন ট্রফি চ্যাম্পিয়ন সবুজ মেরুন। ইডেন গার্ডেন্সে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভবানীপুর। হাইভোল্টেজ ফাইনালে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে বিশাল রান তাড়া করে জিতল মোহনবাগান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঐতিহ্যের টুর্নামেন্ট পি সেন ট্রফি। সচিন তেন্ডুলকর, কপিল দেব থেকে বিরাট কোহলিরা খেলেছেন এই টুর্নামেন্টে। এ বারও ভিন রাজ্যের বেশ কিছু প্লেয়ার খেলেছেন পি সেন ট্রফিতে। আইপিএলে নজরকাড়া ক্রিকেটারও রয়েছেন। ইডেন গার্ডেন্সে ফাইনাল যেন সে কারণেই আরও জমে উঠল।
ইডেনে দিন-রাতের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। ইনিংসের শুরুতেই ভবানীপুর উইকেট হারানোয় সবুজ মেরুনের সিদ্ধান্ত ঠিকই মনে হয়েছিল। যদিও বেঙ্গল খেলা ভবীনপুরের ওপেনার অভিষেক রামন এবং বাংলা টিমের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার অনুষ্টুপ মজুমদার ভরসা দেন। অভিষেক রামন ৭৪ রান করেন। অনুষ্টুপ করেন ৭১ রান। শেষ দিকে ভবানীপুর ক্লাবে সৌরাষ্ট্রের ক্রিকেটার চিরাগ জানি ৪২ বলে অপরাজিত ৬০ রান, গত আইপিএলে খেলা পঞ্জাব কিংসে খেলা ঋষি ধাওয়ান ২৮ বলে ৪১ রান করেন। শেষ অবধি নির্ধারিত ৪৯ ওভারে ৭ উইকেটে ৩৫২ রানের বিশাল স্কোর ভবানীপুরের।
রান তাড়ায় মোহনবাগানের এক দিক আগলে রাখেন ওপেনার শাকির হাবিব গান্ধী। উল্টোদিক থেকে উল্লেখযোগ্য অবদান ললিত যাদবের। ৪৫ রান করেন তিনি। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার প্রধান কারিগর নিঃসন্দেহে শাকির হাবিব গান্ধী। শতরানেই ক্ষান্ত হননি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১৩১ বলে ১৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শাকির। এক ডজন বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি মারেন সবুজ মেরুন ওপেনার।