Titas Sadhu: এশিয়ান গেমসে সোনার পদকের সংকল্প, সিনিয়র দলে যোগ দিলেন বাংলার পেসার

Asian Games 2023, Women's Cricket : এশিয়ান গেমস হবে চীনের হাংঝৌতে। তার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হবে প্রস্তুতি শিবির। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন বাংলার পেসার তিতাস সাধু। এ বার লক্ষ্য সিনিয়র দলেও ভালো পারফর্ম করা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় মহিলা দলের শিবির হবে ১৩-১৬ সেপ্টেম্বর। শিবির শেষে দলের সঙ্গে চীনে পাড়ি দেবেন বঙ্গ তনয়া।

Titas Sadhu: এশিয়ান গেমসে সোনার পদকের সংকল্প, সিনিয়র দলে যোগ দিলেন বাংলার পেসার
সোনা জিতে মন খুললেন ১৯ বছরের বাঙালি পেসার তিতাস। Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 6:30 AM

মেয়েদের ক্রিকেটেও বিশ্বের অন্যতম সেরা দল ভারত। প্রাপ্তি অনেক কিছুই। শক্তিশালী দল হলেও আইসিসি টুর্নামেন্টে এখনও অবধি ট্রফি নেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের। কথাটা অবশ্য অসম্পূর্ণ থাকল। আরও পরিষ্কার করে বললে, সিনিয়র দলের কোনও আইসিসি ট্রফি নেই। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা দল। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মহিলা ক্রিকেটে আইসিসি ট্রফির খরা কেটেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। বিশ্ব জয়ের ক্ষেত্রে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলার পেসার তিতাস সাধু। সামনেই এশিয়ান গেমস। প্রথম বার দেশের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন চুঁচুড়ার মেয়ে তিতাস। এশিয়ান গেমসে কী লক্ষ্য তাঁর? কলকাতা ছাড়ার আগে সবটাই জানালেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমস হবে চীনের হাংঝৌতে। তার আগে বেঙ্গালুরুতে হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের শিবির। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সিনিয়র দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছেন তিতাস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। এ বার লক্ষ্য সিনিয়র দলের হয়ে ভালো পারফর্ম করা। হাংঝৌ এশিয়ান গেমস থেকে সোনার পদক জেতার সংকল্প নিয়েই কলকাতা ছাড়েন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা দলে তিতাস ছাড়া বাংলা থেকে রয়েছেন রিচা ঘোষ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় মহিলা দলের শিবির হবে ১৩-১৬ সেপ্টেম্বর। শিবির শেষে দলের সঙ্গে চীনে পাড়ি দেবেন বঙ্গ তনয়া তিতাস।

চুঁচুড়া থেকে রওনা হওয়ার আগে লক্ষ্য সম্পর্কে তিতাস বলেন, ‘এশিয়ান গেমসে সুযোগ পেয়েছি। আমরা সকলেই চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার। আশা করব, যেন গোল্ড মেডেল নিয়ে ফিরতে পারি। আমার প্রস্তুতি যথেষ্ঠ ভালো হয়েছে। কিন্তু এত বড় গেমসের জন্য কখনোই প্রস্তুতি এ ভাবে সম্পূর্ণ হয় না। ওখানকার পরিবেশ- পরিস্থিতির ওপরও কিছুটা নির্ভর করবে। ওখানে পৌঁছে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ একটা ধাপ। পরের আর একটা ধাপ হল সিনিয়র দলে খেলা। সিনিয়র দলে যাতে জায়গা ধরে রাখতে পারি, পারফরম্যান্সে সেই চেষ্টাই করব।’

তিতাসের বাবা রনদীপ সাধু বলেন, ‘একদিনের ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্যান্য প্রতিযোগিতার থেকে এশিয়ান গেমস আলাদা। একটা বড় মঞ্চ। এশিয়ার সব থেকে ভালো ক্রীড়াবিদরা থাকবে। তাদের সঙ্গে দেখা হবে। নতুন অভিজ্ঞতাও হবে তিতাসের। এশিয়ান ক্রিকেটে ভারত অনেকটা এগিয়ে রয়েছে। তবে শ্রীলঙ্কা, পাকিস্তানও ভালো। সিনিয়র দলে সুযোগটা তিতাসের প্রাপ্য ছিল। যদিও সেই সুযোগ এত তাড়াতাড়ি আসবে, ভাবিনি। আশা করি, ও দেশের হয়ে পদক আনতে পারবে।’