Mustaq Ali T20: সার্ভিসেসকে উড়িয়ে সুদীপদের ফোকাসে ময়াঙ্ক-দেবদত্তদের কর্ণাটক
ম্যাচ জয়ের পর বাংলার অধিনায়ক সুদীপ বলেন, 'গত ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। বাকি দুটো ম্যাচই আমাদের কাছে ডু আর ডাই। একটা জিতেছি, আর একটা বাকি আছে। এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। আমাদের বোলিং বিভাগ আজ ভালো পারফর্ম করেছে। রান রেট বেশি রাখাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আর সেটা কাজে দিয়েছে।'
বর্ষাপাড়া: মুস্তাক আলি টি-টোয়েন্টিতে জয়ে ফিরল বাংলা (Bengal Cricket Team)। মুম্বইয়ের (Mumbai) কাছে ১০ রানে হারের পর সার্ভিসেসের (Services) বিরুদ্ধে বড় জয় পেল অরুণ লালের (Arun Lal) ছেলেরা। সার্ভিসেসকে হারাল ৯ উইকেটে। শুধু তাই নয়, রান রেটও অনেকটা বাড়িয়ে রাখলেন সুদীপরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। অভিষেক দাসের পরিবর্তে দলে আসেন অভিমণ্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। প্রথমে ব্যাট করে ৯০ রানে সার্ভিসেসকে বেঁধে দেয় বাংলার বোলাররা। ২ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ১টি উইকেট সংগ্রহ করেন ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, মুকেশ কুমার আর আকাশদীপ। জবাবে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee) ৫০ রানে আউট হন। অভিমণ্যু ঈশ্বরন ৩২ বলে অপরাজিত থাকেন। অভিমণ্যু দলে ফেরায় ওপেনিং জুটি অনেকটাই মজবুত হল।
ম্যাচ জয়ের পর বাংলার অধিনায়ক সুদীপ বলেন, ‘গত ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। বাকি দুটো ম্যাচই আমাদের কাছে ডু আর ডাই। একটা জিতেছি, আর একটা বাকি আছে। এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। আমাদের বোলিং বিভাগ আজ ভালো পারফর্ম করেছে। রান রেট বেশি রাখাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আর সেটা কাজে দিয়েছে।’
একই সঙ্গে সুদীপ যোগ করেন, ‘স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। উইকেট থেকে তারা অনেক সাহায্য পেয়েছে। ঠিক জায়গায় বোলিং করাতেই উইকেট এসেছে। আমরা এখন পরের ম্যাচেই ফোকাস করছি।’
আগামিকাল বাংলার সামনে কর্ণাটক। ময়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), মণীশ পাণ্ডে (Manish Pandey), করুণ নায়ার (Karun Nair) সমৃদ্ধ হেভিওয়েট কর্ণাটককে হারানোই এখন চ্যালেঞ্জ সুদীপদের সামনে। কুড়ি ওভারের ফরম্যাটে ময়াঙ্ক-দেবদত্তরা অনেকট বিপজ্জনক। কর্ণাটককে হারালেই মিলবে নক আউটের ছাড়পত্র। ডু অর ডাই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি সুদীপ-শাহবাজরাও।
আরও পড়ুন: T20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের ইন্সটাগ্রামে কত ফলোয়ার জানেন?