BCCI Awards: আন্তর্জাতিক ক্রিকেটে বোর্ডের বর্ষসেরা স্মৃতি-বুমরা, জীবনকৃতি সম্মান সচিনকে
Indian Cricket: পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বোর্ডের বর্ষসেরার পুরস্কার জিতলেন জসপ্রীত বুমরা। মহিলাদের ক্রিকেটে এই পুরস্কার স্মৃতি মান্ধানার। জীবনকৃতি সম্মান কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তারকা সমাবেশ। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও নতুন প্রজন্মের ক্রিকেটাররা। রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচ খেলায় বিরাট কোহলিকে অবশ্য় দেখা যায়নি। তবে ভারতের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারদের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটাররা ছিলেন। শুধু তাই নয়, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরাও উপস্থিত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বোর্ডের বর্ষসেরার পুরস্কার জিতলেন জসপ্রীত বুমরা। মহিলাদের ক্রিকেটে এই পুরস্কার স্মৃতি মান্ধানার। জীবনকৃতি সম্মান কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।
গত বছর স্বপ্নের মতো কেটেছে ভারতীয় ক্রিকেট দলের কাছে। যদিও পুরুষ দলের কাছে বছরের শেষটা কিছুটা অস্বস্তির ছিল। সার্বিক ভাবে ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় বছর। দীর্ঘ ১৭ বছরের ব্য়বধানে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরা। শুধু বিশ্বকাপই নয়, সার্বিক ভাবে সব ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছেন। সব মিলিয়ে ৭৭টি উইকেট। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন। এ বার ভারতীয় ক্রিকেট বোর্ডের সেরার পুরস্কারও জসপ্রীত বুমরারই।
তেমনই মেয়েদের ক্রিকেটে স্মরণীয় বছর স্মৃতি মান্ধানার। একঝাঁক রান। তেমনই ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে। ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি মিতালি রাজকে। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। মেয়েদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরার পুরস্কারও জিতেছেন স্মৃতি মান্ধানা। এ ছাড়াও বর্ষসেরা টিমেও জায়গা করে নিয়েছিলেন। তেমনই ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্ষসেরার পুরস্কারও জিতে নিলেন স্মৃতি মান্ধানা।
A historic moment 👏👏
The legendary Mr. Sachin Tendulkar receives the 𝗖𝗼𝗹. 𝗖.𝗞. 𝗡𝗮𝘆𝘂𝗱𝘂 𝗟𝗶𝗳𝗲𝘁𝗶𝗺𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗔𝘄𝗮𝗿𝗱 🏆 from ICC Chair Mr. Jay Shah 👌#NamanAwards | @sachin_rt | @JayShah pic.twitter.com/V7uwi7yjhN
— BCCI (@BCCI) February 1, 2025





