IND vs ENG: ফের চোটের কালো ছায়া ভারতীয় শিবিরে, টিম থেকে বাদ জাডেজা-রাহুল
Ravindra Jadeja-KL Rahul: বিশাখাপত্তনম টেস্টে সিরিজ ১-১ করার মরিয়া স্ট্র্যাটেজি নিয়ে নামতে চাইছেন রাহুল দ্রাবিড়। কিন্তু তার আগে জোড়া ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। বিশাখাপত্তনম টেস্টে তাঁকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। এতেই শেষ নয়, বিনা মেঘে বজ্রপাতের মতো টিম থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুলও।

কলকাতা: একে হারের ধাক্কা, তার উপর হঠাৎ চোটে টিম থেকে বাদ পড়লেন দুই সিনিয়র ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে রোহিতের ভারত কিছুটা হলেও কোণঠাসা। বিশাখাপত্তনম টেস্টে সিরিজ ১-১ করার মরিয়া স্ট্র্যাটেজি নিয়ে নামতে চাইছেন রাহুল দ্রাবিড়। কিন্তু তার আগে জোড়া ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বিশাখাপত্তনম টেস্টে তাঁকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। এতেই শেষ নয়, বিনা মেঘে বজ্রপাতের মতো টিম থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুলও (KL Rahul)। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে তিনজনকে নেওয়া হল। সরফরাজ যেমন সুযোগ পেয়েছেন, তেমনই টিমে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।
বিসিসিআইয়ের পক্ষ থেকে সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে দলের দুই তারকা ক্রিকেটারের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। একইসঙ্গে তাঁদের দু’জনের বদলি হিসেবে তিন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। হায়দরাবাদ টেস্টে রোহিত শর্মাদের হারের ২৪ ঘণ্টাও এখনও পূর্ণ হয়নি। তাতে একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে ভারতীয় শিবিরে। রবীন্দ্র জাডেজা যে উপ্পলে প্রথম টেস্টের চতুর্থ দিন চোট পেয়েছিলেন, এই খবর সকলেই জানত। তাঁর চোট নিয়ে আপডেট দিয়েছিলেন হেড কোচও। শোনা গিয়েছিল, দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। এ বার বিসিসিআই অফিসিয়াল বিবৃতিতে সেটাই জানিয়ে দিল।
NEWS 🚨 – Ravindra Jadeja & KL Rahul ruled out of the second Test.
More details on the replacements here –https://t.co/nK9WjnEoRc #INDvENG
— BCCI (@BCCI) January 29, 2024
লোকেশ রাহুল যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়বেন, তেমনটা কেউ হয়তো ভাবেননি। বিসিসিআই জানিয়েছে, রাহুলের ডান উরুতে ব্যাথা (কোয়াড্রিসেপস) রয়েছে। স্বাভাবিকভাবেই রাহুলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। যে কারণে তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রবীন্দ্র জাডেজা প্রথম টেস্টে ৫টি উইকেট নিয়েছিলেন। এবং ব্যাট হাতে দুই ইনিংসে করেছিলেন ৮৭ ও ২ রান। অন্যদিকে লোকেশ রাহুল প্রথম ইনিংসে করেছিলেন ৮৬ রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ২২ রান।





