India vs England: ঘাতক পিচ চাই… দ্বিতীয় টেস্টের আগে কড়া বার্তা রোহিতদের হেডস্যারের!
উপ্পলে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করে টিমকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড় করিয়েছিলেন অলি পোপ। সেই ধৈর্য, তাগিদ ভারতীয়দের দেখা যায়নি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। সেখানে ঘাতক পিচই চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তার আবার বুমেরাং হয়ে যাবে না তো?

কলকাতা: ঘরের মাঠে কত ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে ভারত, এ নিয়ে চলছিল আলোচনা। তা যে শুরুতেই ধাক্কা খাবে, কল্পনাও করেননি অনেকে। রোহিত শর্মার টিম ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হেরে বসেছে। আর তা ব্যাপক চাপে ফেলে দিয়েছে ভারতীয় টিমকে (Team India)। একে ব্য়াটারদের ব্যাটে রান নেই, তার উপর বোলাররাও সে ভাবে মেলে ধরতে পারছেন না নিজেদের। উপ্পলে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করে টিমকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড় করিয়েছিলেন অলি পোপ। সেই ধৈর্য, তাগিদ ভারতীয়দের দেখা যায়নি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। সেখানে ঘাতক পিচই চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তার আবার বুমেরাং হয়ে যাবে না তো?
বিশাখাপত্তনমে স্পিনিং ট্র্যাকই চাইছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। ঘূর্ণী পিচে যাতে ইংলিশ টিমকে চেপে ধরা যায়। ১-১ করে ফেলা যায় সিরিজ। যা ভাবা হচ্ছে, তা কি এতটা সহজ হবে? ইংল্যান্ডের বাজ়বল তত্ত্বকে ওড়ানোর জন্য স্পিনিং ট্র্যাকই বানাতে হবে। তাও তিনটে প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। এক, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতের মাটিতে সাফল্যের সহজ টোটকা শিখেই এসেছেন। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে প্রত্যেকেই চমৎকার সুইপ মেরেছেন। দুই, ইংল্যান্ডের চার স্পিনার কিন্তু চাপে ফেলে দিচ্ছেন। হায়দরাবাদের বাইশ গজে ১৯ উইকেট ফলিয়েছেন টম হার্টলি, জ্যাক লিচ, রেহান আহমেদ, জো রুটরা। তার মধ্যে হার্টলি দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৭ উইকেট। তা যে বেশ চিন্তার বিষয়, মেনে নিতে হচ্ছে। তিন, রবীন্দ্র জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট হঠাৎ করে চাপে ফেলে দিয়েছে ভারতীয় টিমকে। বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুটো টেস্ট খেলছেন না। জাডেজার মতো অলরাউন্ডারের না থাকা চাপ বাড়াবে। তার থেকেই বড় কথা হল, ভারতের তিন স্পিনার স্পিনার হায়দরাবাদ টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। উপ্পলে অশ্বিন, জাডেজা, অক্ষরের থেকে বেশি কার্যকর ছিলেন ইংল্যান্ডের স্পিনাররা।
জাডেজা খেলছেন না। কুলদীপ যাদবই হয়তো খেলবেন। ইংল্যান্ডের দারুণ ফর্মে থাকা চার স্পিনারের বিরুদ্ধে ভারতের তিন স্পিনার কি কার্যকর হবেন? বিশাখাপত্তনমের পিচ বুমেরাং হয়ে যাবে না তো?





