IPL 2021: ধোনির কাছে হারলেই হয়তো ক্যাপ্টেন্সি হারাবেন বিরাট

কি হবে, এখনও সুস্পষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েকদিনে বিরাট (Virat Kohli) নিয়ে ক্রিকেট মহলে যা যা রটেছে তা কিন্তু বাস্তবে ঘটতে দেখা গেছে। তাই ক্রিকেটমহলের মতে, আজই টি-২০ (T20) অধিনায়ক (captain) বিরাটের শেষ ম্যাচ দেখা যেতে পারে আইপিএলে (IPL)।

IPL 2021: ধোনির কাছে হারলেই হয়তো ক্যাপ্টেন্সি হারাবেন বিরাট
কঠিন চ্যালেঞ্জার সামনে ক্যাপ্টেন কোহলি। সৌ:টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 6:14 PM

শারজা: আর কিছুক্ষণ পরেই মহেন্দ্র সিং ধোনির (Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ম্যাচটা আরসিবির (RCB)কাছে যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও অনেক বেশি চ্যালেঞ্জ অধিনায়ক (captain) কোলহির কাছে। কারণ ক্রিকেট মহলে খবর, আজ হারলে নাকি টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন কিং কোহলি।

আরব দেশে আইপিএল শুরুর আগে ভারতীয় টি-২০ (T20) দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলন বিরাট। বিশ্বকাপটাই টি-২০ (T20 World Cup) অধিনায়ক হিসেবে শেষ টুর্নামেন্ট তাঁর। এই খবর শিরোনাম থেকে সরার আগেই আবার ঝটকা দিলেন কোহলি। কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে জানিয়ে দিলেন, চলতি আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছাড়বেন তিনি।

বিরাটের সিদ্ধান্ত নিয়ে নান মহলে নানা মত। এর মাঝেই আবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যঘন্য হার আরসিবির। তরপর থেকেই শুরু নতুন জল্পনা। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটাই নাকি বিরাটের লিটমাস টেস্ট। পাস করলে অধিনায়ক থাকবেন আর ফেল করলে টুর্নামেন্টের মাঝ পথেই অধিনায়ক বদল করবে আরসিবি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককে নাকি এবি ডেভিলিয়ার্সকে দায়িত্ব দেওয়া হবে বাকি ম্যাচগুলিতে।

বিরাটের নেতৃত্বে আইপিএলে আরসিবি সফল এমনটা বলা যাবে না। ব্যাটসম্যান বিরাটের ব্যাটে ঝুড়ি ঝুড়ি রান থাকলেও অধিনায়েক বিরাটের ট্রফি ক্যাবিনেট শূন্য। মাত্র একবার আইপিএলের ফাইনাল খেলেছে অধিনায়ক বিরাটের আরসিবি। এবারও সুযোগ আছে প্লে-অফে খেলার। কিন্তু টানা কয়েকটি ম্যাচ হারলে সেই আশা ধূলোয় মিশে যাবে।

কি হবে এখনও সুস্পষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েকদিনে বিরাট নিয়ে ক্রিকেট মহলে যা যা রটেছে তা কিন্তু বাস্তবে ঘটতে দেখা গেছে। তাই ক্রিকেট মহলের মতে আজই টি-২০ অধিনায়ক বিরাটের শেষ ম্যাচ দেখা যেতে পারে আইপিএলে।

আরও পড়ুন: IPL 2021:সৌরভকে দেখে বাঁ-হাতে ব্যাটিং শুরু: ভেঙ্কটেশ আইয়ার

আরও পড়ুন :IPL 2021: ম্যাচ জিতেও জরিমানা নাইট অধিনায়ক মর্গ্যানের