Gautam Gambhir: বিনা নোটিশে হঠাৎই দেশে ফিরলেন, এমন সিদ্ধান্ত কেন, চর্চার কেন্দ্রে গৌতম গম্ভীর
India vs Australia Test Series: অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি নেটেও নেমে পড়েছেন। দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবনাও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে ভারতকে চাপে ফেলে দিয়েছে এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎই টিম ছেড়ে দেশে ফিরে এসেছেন কোচ গৌতম গম্ভীর। কেন?
কলকাতা: নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয়েছে টিমের। সফরের প্রথম টেস্টেই পারথে দুরমুশ করেছে অস্ট্রেলিয়াকে। দুরন্ত বুমরা, বিরাটের সেঞ্চুরি, সব মিলিয়ে টিমগেম স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এরই মধ্যে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি নেটেও নেমে পড়েছেন। দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবনাও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে ভারতকে চাপে ফেলে দিয়েছে এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎই টিম ছেড়ে দেশে ফিরে এসেছেন কোচ গৌতম গম্ভীর। কেন? তা নিয়েই জল্পনার শেষ নেই।
ঘটনা হল, গম্ভীরের এই দেশে ফেরতের খবর আগে থেকে জানাই ছিল না। হঠাৎই নাকি বিসিসিআইকে জানিয়ে জরুরিকালীন পরিস্থিততে দেশে ফিরেছেন। কোচ যে কোনও সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনিই পরিকল্পনা সাজান। সেই মতো ট্রেনিং করে, ম্যাচ খেলে টিম। গম্ভীরের এই দেশে ফেরত টিমকে চাপে ফেলে দিতে পারে, এমনই বলা হচ্ছে। গম্ভীর অবশ্য দেশে ফেরার জন্য ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন। কী কারণ, তা নিশ্চিত ভাবে বিসিসিআইকে জানিয়েছেন। কিন্তু ওই কারণ বাইরে আসেনি। বোর্ড অবশ্য গম্ভীরের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছেন। দ্বিতীয় টেস্টের আগে তিনি টিমের সঙ্গে যোগ দেবেন, এমনই জানিয়েছেন বোর্ডকে।
বুধবার দ্বিতীয় টেস্ট খেলার জন্য ক্যানবেরা উড়ে যাওয়ার কথা ভারতের। নেটে হালকা অনুশীলন করলেও শনিবার থেকে পুরোপুরি প্র্যাক্টিস নেমে পড়বেন বিরাট-রোহিতরা। দ্বিতীয় টেস্টের আগে ভারতের ২ দিনের গোলাপি বলে প্র্যাক্টিস ম্যাচ খেলার কথা। সূচি অনুযায়ী তা হবে। কিন্তু গম্ভীর সেখানে থাকবেন না। টেস্ট শুরুর আগে টিমের সঙ্গে যোগ দেবেন তিনি। এই পরিস্থিতি কি চাপে ফেলে দিতে পারে ভারতকে? তা মনে করছে না বিসিসিআই।