RR, IPL 2025: ১৩ বছরে আইপিএল? বয়স বিতর্কে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বৈভবের বাবা
Rajasthan Royals, Vaibhav Suryavanshi: রানও পাচ্ছেন। সেই বৈভবকে নিলাম থেকে কিনেছে রাজস্থান ব়য়্যালস। কোচ রাহুল দ্রাবিড়ের হাতে পড়়লে বৈভবের ভবিষ্যৎ যে আরও সোনালি হবে, তা নিশ্চিত। আইপিএলে ১৩ বছরেই কোটিপতি হওয়া বৈভবকে নিয়ে এখন অন্য বিতর্ক। সত্যিই কি তাঁর বয়স ১৩?
কলকাতা: মাত্র ১৩ বছরেই খবরের শিরোনামে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। বহু তারকা টিম পাননি। আইপিএলের দুনিয়ায় যাঁরা ছিলেন বড় নাম। তাঁদের টপকে এক ১৩ বছরের ছেলে আইপিএলের মেগা নিলামেহইচই ফেলে দিয়েছেন। বিহারের হয়ে ইতিমধ্যেই রঞ্জি অভিষেক হয়ে গিয়েছে তাঁর। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের নিয়মিত সদস্য। শুধু তাই নয়, তাঁর ব্যাট কথা বলতেও শুরু করে দিয়েছে। রানও পাচ্ছেন। সেই বৈভবকে নিলাম থেকে কিনেছে রাজস্থান ব়য়্যালস। কোচ রাহুল দ্রাবিড়ের হাতে পড়়লে বৈভবের ভবিষ্যৎ যে আরও সোনালি হবে, তা নিশ্চিত। আইপিএলে ১৩ বছরেই কোটিপতি হওয়া বৈভবকে নিয়ে এখন অন্য বিতর্ক। সত্যিই কি তাঁর বয়স ১৩?
বৈভবের বাবা কিন্তু এ নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। ছেলেকে নিয়ে বিতর্ক তৈরি হতেই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সঞ্জীব সূর্যবংশী বলেছেন, ‘ওর যখন সাড়ে ৮ বছর বয়স, তখন বিসিসিআই ওর বোন টেস্ট করেছিল। আমার ছেলে কিন্তু ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমে খেলছে। এ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, আমরা কাউকে ভয় পাই না। দরকার পড়লে ও আবার বয়সের পরীক্ষা দিতে তৈরি।’
বিহারের সমস্তিপুরের ছেলে বৈভব। যিনি আফগানিস্তানের আল্লাহ গাজানফারকে টপকে আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ প্লেয়ার হয়েছেন। ভারতের হয়ে যুব টেস্ট খেলতে নেমে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিও করেছেন, ১৩ বছর ২৮৮ দিনে। বাঁ হাতি ব্যাটার আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হতে পারেন। বৈভবের বাবা বলেছেন, ‘ছেলেকে ক্রিকেটার করার জন্য জমিও বেচে দিয়েছিলাম। সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। আমার ছেলে সাফল্য পেলে সব ঠিক হয়ে যাবে। ও শুধু ক্রিকেট খেলতে চায়।’
Vaibhav Suryavanshi, all of 13 years old, entering the IPL! 💗😂 pic.twitter.com/ffkH73LUeG
— Rajasthan Royals (@rajasthanroyals) November 25, 2024