IND VS AUS: ভারতকে কেন হারানো কঠিন? কারণ জানালেন অজি ক্রিকেটার
Border-Gavaskar Trophy: প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। সেই ধারা বজায় ছিল গত সফরেও। এ বার অস্ট্রেলিয়ার মাটিতে হ্যাটট্রিকেই লক্ষ্য। ভারতীয় দলকে কেন হারানো কঠিন? তার কারণ খোলসা করলেন অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্নাস লাবুশেন।
ভারতের সামনে ১০টি টেস্ট। তিনটি সিরিজ। শুরু হচ্ছে বাংলাদেশ দিয়ে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের সিরিজ। এখন থেকেই উন্মাদনার পারদ চলছে। মানসিক লড়াইও শুরু হয়ে গিয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছিল ভারত। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। সেই ধারা বজায় ছিল গত সফরেও। এ বার অস্ট্রেলিয়ার মাটিতে হ্যাটট্রিকেই লক্ষ্য। ভারতীয় দলকে কেন হারানো কঠিন? তার কারণ খোলসা করলেন অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্নাস লাবুশেন।
স্যান্ড-পেপার গেট কাণ্ডে নির্বাসনের কারণে ২০১৮ সালের সিরিজে ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথের মতো দুই তারকাকে পায়নি অস্ট্রেলিয়া। ভারতের কাছে হারের পর অজুহাত হিসেবে এই কারণও দিয়েছিল। গত সিরিজে ফুল টিমই ছিল অস্ট্রেলিয়ার। কার্যত বি টিম নিয়ে সিরিজ জিতে ফিরেছিল ভারত। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার মার্নাস লাবুশেন বলছেন, ‘ভারতের পেস বোলিং আক্রমণ খুবই ভালো। অস্ট্রেলিয়ার মাটিতে সে কারণেই ভারতকে হারানো খুবই কঠিন।’
অস্ট্রেলিয়ার পিচ পেস সহায়ক। একটা সময় অবধি তাই অস্ট্রেলিয়ায় বেগ পেতে হয়েছে ভারতকে। পেস বোলিং আক্রমণে জসপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো অস্ত্র থাকায় এখন আর এক তরফা লড়াইয়ের সম্ভাবনা নেই। এ বারও রুদ্ধশ্বাস একটা সিরিজ হতে চলেছে, বলাই যায়। লাবুশেন আরও বলছেন, ‘এই সিরিজ ঘিরে বরাবরই রুদ্ধশ্বাস পরিস্থিতি থাকে। খেলা কোথায় হচ্ছে সেটা আসল নয়। ভারত-অস্ট্রেলিয়া যেখানেই মুখোমুখি হোক, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়।’