Gautam Gambhir: গার্লফ্রেন্ডকে আনতে পারব? কেকেআর তারকার প্রশ্ন ভোলেননি গৌতম গম্ভীর

IPL 2024, Kolkata Knight Riders: এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন। গৌতম গম্ভীরের মেন্টরশীপে যেন নতুন নারিনকে খুঁজে পেয়েছে কেকেআর। ধারাবাহিক ওপেন করেছেন। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও এসেছে আইপিএলের মঞ্চেই। 

Gautam Gambhir: গার্লফ্রেন্ডকে আনতে পারব? কেকেআর তারকার প্রশ্ন ভোলেননি গৌতম গম্ভীর
Image Credit source: X
Follow Us:
| Updated on: May 30, 2024 | 6:21 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয় ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার ট্রফি জিতিয়েছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবেও একই সাফল্য। সব মিলিয়ে কেকেআরের তিনটি ট্রফিতেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গৌতম গম্ভীর। তেমনই আরও একজন রয়েছেন, যাঁর কথা না বললেই নয়। ২০১২ ও ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ী কেকেআর দলের সদস্য। এ বারও কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। তিনি সুনীল নারিন। তাঁকে নিয়েই মজার একটি তথ্যই ফাঁস করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন। গৌতম গম্ভীরের মেন্টরশীপে যেন নতুন নারিনকে খুঁজে পেয়েছে কেকেআর। ধারাবাহিক ওপেন করেছেন। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও এসেছে আইপিএলের মঞ্চেই। সব মিলিয়ে এ বারের আইপিএলে ৪৮৮ রান এবং ১৭টি উইকেটও নিয়েছেন সুনীল নারিন। কেকেআর যেমন তৃতীয় ট্রফি জিতেছে তেমনই সুনীল নারিনেরও তিন নম্বর।

সুনীল নারিনকে নিয়ে শুরুর দিকের একটি ঘটনা ফাঁস করেছেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। নারিনের সঙ্গে দারুণ বন্ধুত্ব। সেই প্রসঙ্গ টেনেই একটি সাক্ষাৎকারে নারিন বলছেন, ‘আমি ও নারিন অনেকটা একইরকম। আবেগের দিক থেকেও। এখনও মনে আছে, নারিন যখন প্রথম আইপিএল খেলতে এল। সেটা ২০১২ সাল। জয়পুরের ঘটনা। আমরা প্র্যাক্টিসে যাচ্ছিলাম। নারিনকে বলি, একসঙ্গে লাঞ্চ করব। ও এতটাই লাজুক ছিল, লাঞ্চের সময় একটা কথাও বলেনি। এরপর তাঁর প্রথম প্রশ্ন ছিল- আইপিএলে কি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারব?’

গম্ভীর-নারিনের এক যুগের বন্ধুত্ব অটুট। এ বার নারিনে বাড়তি ভরসা রেখেছিলেন গম্ভীর। বন্ধু তথা মেন্টরের ভরসার মর্যাদা রেখেছেন নারিনও। প্রতিটা ম্যাচেই তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য। কোনও ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলে বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন। উইকেট নিতে না পারলে রান আটকেছেন। প্রকৃত অর্থেই ভ্যালুয়েবল প্লেয়ারের মতোই পারফর্ম করেছেন।