কানাডিয়ান ক্রিকেটারের বিতর্কিত আচরণ ক্যামেরা বন্দি

ঘটনাটি গত সপ্তাহে আইসিসি (ICC) মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) আমেরিকা বাছাইপর্বের সময় ঘটেছিল। যেখানে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাচ চলছিল। এবং শেষ পর্যন্ত কানাডা সাত রানে ম্যাচটি জিতে নেয়।

কানাডিয়ান ক্রিকেটারের বিতর্কিত আচরণ ক্যামেরা বন্দি
কানাডিয়ান ক্রিকেটারের বিতর্কিত আচরণ ক্যামেরা বন্দি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 9:05 PM

ক্রিকেট (Cricket) ম্যাচ চলাকালীন মাঠে ফিল্ডার বা ব্যাটারদের বাধা দেওয়া সবসময়ই একটি অনৈতিক পদক্ষেপ হিসাবে ধরা হয়েছে। এবং ইতিহাসে এই ঘটনার জন্য প্লেয়ারদের জরিমানা বা শাস্তিও দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে, একটি ভিডিও ফুটেজ নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে দিব্যা সাক্সেনা (Divya Saxena) নামে একজন কানাডিয়ান ক্রিকেটার (Canadian cricketer) মাঠে বিপক্ষের ক্রিকেটারদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ফিল্ডাররা যখন তাঁকে আউট করার চেষ্টা করছিলেন, তখন তিনি ক্যাচটি যাতে না হয় তার জন্য তাঁদের মাঝখানে চলে আসেন। তবে আম্পায়ার এই ঘটনার জন্য তাঁকে আউট দেননি।

ঘটনাটি গত সপ্তাহে আইসিসি (ICC) মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) আমেরিকা বাছাইপর্বের সময় ঘটেছিল। যেখানে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাচ চলছিল। এবং শেষ পর্যন্ত কানাডা সাত রানে ম্যাচটি জিতে নেয়। তবে দিব্যা সাক্সেনার মাঠে ফিল্ডারদের বাধা দেওয়ার ঘটনাটি ঘটেছে কানাডার ইনিংসের প্রথম ওভারেই। যেখানে আমেরিকান পেসার সারা ফারুকের বল এমন ভাবে মারেন দিব্যা, যা তাঁর খুব কাছেই এক্কেবারে ওপরের দিকে যায়। সেই সময় ফিল্ডাররা ওই ক্যাচ নেওয়ার জন্য জড়ো হন। আর তখনই সবার মাঝে হঠাৎই দৌঁড়ে ঢুকে গিয়ে আমেরিকান ফিল্ডিরদের মধ্যে ছন্দপতন ঘটান দিব্যা। যার ফলে আমেরিকান উইকেটরক্ষক সিন্ধু শ্রীহর্ষকে ক্যাচ মিস করেন।

কানাডার দিব্যা সাক্সেনা পরে ওই ম্যাচে ৪০ রান করেন। কিন্তু ম্যাচের প্রথম ওভারে দিব্যার হঠাৎ মাঠে বাধা দেওয়ার ঘটনা নিয়ে যখন আমেরিকান ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে আম্পায়ারের কাছে আবেদন জানান, সবাইকে অবাক করে দিয়ে আম্পায়ার নাইজেল ডুগুইড সাক্সেনাকে তাঁর ইনিংস চালিয়ে যাওয়ার কথা বলেন।

এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা এটিকে ক্রিকেটারের সত্ত্বার বিরোধী কাজ বলা শুরু করেছেন। অনেকে অভিযোগ করেছেন যে আম্পায়ারের তাঁকে খেলা চালিয়ে যেতে দেওয়া উচিত ছিল না। আইসিসির ক্রিকেটের আইনের ৩৭.৩ ধারা অনুসারে, ব্যাটার মাঠে বাধা দিলে তাঁকে আউট দেওয়া হয়। “ইচ্ছাকৃত বাধা বা ব্যাটার দ্বারা বিভ্রান্তি তৈরি করে স্ট্রাইকারকে ক্যাচ নিতে বাধা দিলে।”

ম্যাচ চলাকালীন মাঠে বাধা দেওয়ার ঘটনা উঠে আসলেই ২০১৫ সালে বেন স্টোকসের বিখ্যাত ঘটনাটি সামনে উঠে আসে। স্টোকস সেই সময় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচ চলাকালীন মিচেল স্টার্কের বিরুদ্ধে মাঠে বাধা দিয়েছিলেন। যার জন্য তাঁকে সেই ম্যাচে আর খেলতে দেওয়া হয়নি।