Roger Binny : বুমরাদের চোট রহস্য ভেদ করতে চান রজার বিনি!
BCCI President : রঞ্জি ট্রফি, ইরানি কাপের মতো টুর্নামেন্টগুলোর মানও বাড়াতে চাইছেন বিনি। 'রঞ্জি ট্রফি ভারতের প্রথম সারির টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের মান বাড়াতেই হবে। ইরানি কাপ দীর্ঘদিন হয়নি, ক'জন জানেন এটা? এইগুলো কিন্তু বদলাতে হবে আমাদের।'
বেঙ্গালুরু: কেন একের পর এক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন? কেন চোটের কারণে বারবার ভুগতে হচ্ছে ভারতীয় টিমকে (Team India)? এই প্রশ্ন গত কয়েক বছর ধরেই উঠে আসছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুলরা চোটের কারণে ধারাবাহিক খেলতে পারেননি। সোজা কথায় বললে, বোর্ডের চুক্তিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিকে বাদ দিলে, বাকিরা প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে কখনও না কখনও চোট পেয়েছেন। সেই তালিকায় এ বার নতুন নাম জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট যে চিন্তার বিষয়, বিসিসিআইয়ের নতুন রজার বিনিও (Roger Binny) বুঝতে পেরে গিয়েছেন। বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরই চোটের কালো মেঘ সরাতে মাঠে নেমে পড়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাজয়ী ক্রিকেটার।
বিনি বলেওছেন, ‘আমাদের খুঁটিয়ে দেখতে হবে, কেন এবং কী ভাবে প্লেয়াররা বারবার চোটে পড়ছেন। সহজেই কেন চোটে পড়ছেন, তা আমাদের খুঁজে দেখতে হবে। এমন নয় যে, এটা এখন হচ্ছে। গত ৪-৫ বছর ধরে নিয়মিত ঘটছে এটা।’ কেন এমন হচ্ছে? বিনির কথায়, ‘এমন নয় যে ভারতীয় টিমে ভালো কোচ বা ট্রেনার নেই। হয় ওদের উপর লোড বেশি পড়ে যাচ্ছে, না হলে ক্রিকেটাররা বেশি ফর্ম্যাটে খেলছে। কিছু তো একটা হচ্ছে। আর সেটা কী, সেটা খুঁজে বের করাই আমার কাজ। বিশ্বকাপের ১০ দিন আগে বুমরার মতো পেসারের ছিটকে যাওয়াটা মেনে নেওয়া যায় না।’
ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজাতে চাইছেন নতুন প্রেসিডেন্ট। বিনির মন্তব্য, ‘ঘরোয়া ক্রিকেটের পিচ একেবারেই ভালো নয়। অন্তত পেস বোলিংয়ের উপযোগী নয়। সেই সঙ্গে পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। একই সঙ্গে ঘরের মাঠে ভারতের ম্যাচ দেখার জন্য অনেক সমর্থক মাঠে আসেন। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেটাও দেখতে হবে। তবে এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটারদের বোর্ডের চুক্তির আওতায় নিয়ে আসার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না।’
রঞ্জি ট্রফি, ইরানি কাপের মতো টুর্নামেন্টগুলোর মানও বাড়াতে চাইছেন বিনি। ‘রঞ্জি ট্রফি ভারতের প্রথম সারির টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের মান বাড়াতেই হবে। ইরানি কাপ দীর্ঘদিন হয়নি, ক’জন জানেন এটা? এইগুলো কিন্তু বদলাতে হবে আমাদের।’ তবে মেয়েদের আইপিএল নিয়ে আশাবাদী বিনি। তাঁর কথায়, ‘ছেলেদের মতো না হলেও মেয়েদের ক্রিকেট কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে। গত তিনটে বছরে মেয়েদের খেলাটার ছবি অনেকটাই বদলেছে। আশা করা যায়, মেয়েদের আইপিএল দেখার জন্য অনেক সমর্থক মাঠে আসবেন।’