Hardik Pandiya: চোট থেকে ফিরতে পরিবার সাহায্য করেছে, জানালেন বিশ্বকাপের জন্য তৈরি হার্দিক
T20 World Cup: টি২০ ফর্ম্যাটে হার্দিক সব সময়ই ফেভারিট। ক্রিকেটের এই ফর্ম্যাটে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।
নয়াদিল্লি: একের পর এক চোট। সেই চোটের ধাক্কা কাটিয়ে টি২০ বিশ্বকাপের জন্য তৈরি ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে ম্যাচের প্রস্তুতি নিতে পরিবারের লোকেদের সাহায্য পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রবিবারে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ অভিযানে ভারতের অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে পারেন হার্দিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন তিনি।
২৯ বছরের এই অলরাউন্ডার জানিয়েছেন, চোটের প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর পরিবারের। গত ১৮ মাস ধরে কম বেশি চোট ভুগিয়েছে হার্দিককে। যার জেরে বোলিং ঠিকমতো করতে পারেননি তিনি। চোট সারানোর প্রসঙ্গে তিনি বলেছেন, “চোট কাঠিয়ে উঠতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সব সময় পজিটিভ ভেবেছি। জীবনের উজ্জ্বল দিকটি ধরে বাঁচতে চেয়েছি।” তিনি আরও বলেছেন, “আমি জানি ভাল এবং খারাপ দিন পাশাপাশি আসবে। আমি পজিটিভ ভেবেছি। কঠিন পরিশ্রম করে গিয়েছি। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। খারাপ সময়ে আমার পরিবার আমার পাশে থেকেছে। এর জেরে আমি লক্ষ্যে মনোনিবেশ করতে পেরেছি।” এ নিয়ে তিনি আরও বলেছেন, “এ বারে আমার পরিবারকে খুব পাশে পেয়েছি। নাকাশা, অগস্ত্য এবং ক্রুণাল প্রত্যেকে আমাকে রুটিন মেনটেন করতে সাহায্য করেছে। তাঁরা আমাকে বুঝতে সাহায্য করেছে এই সময় আমার ঠিক কী করা উচিত। কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। কোন কাজে বেশি মনোনিবেশ করা উচিত।”
টি২০ ফর্ম্যাটে হার্দিক সব সময়ই ফেভারিট। ক্রিকেটের এই ফর্ম্যাটে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। পাশাপাশি একাধিক ম্যাচ জেতানো বোলিং স্পেল রয়েছে তাঁর। এই বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে দিয়ে ছাপ ফেলতে তৈরি বলে জানিয়েছেন হার্দিক।