Cheteshwar Pujara: মায়ের দেখানো পথে হেঁটেই সফল ‘চিন্টু’, বাবা অরবিন্দ জানালেন ছেলের মূলমন্ত্র
শোয়েব আখতার থেকে ব্রেট লি, যে ক'জন পেসার দ্রাবিড়ের যুগে ব্যাটারদের ত্রাস ছিলেন, তাঁরা বরাবর থমকে যেতেন 'দ্য ওয়াল'-এ। ভারতীয় টেস্ট ক্রিকেটে কিছুটা ঠিক এ রকমই প্রভাব পূজারার।
গুজরাট: ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। অর্থাৎ, মানুষের শেখার শুরুটা হয় বাড়ি থেকেই। প্রায়ই শোনা যায় বাবা অথবা মাকে আদর্শ হিসেবে মেনে জীবনের পরীক্ষায় সফল হয়েছেন বহু সন্তান। সে রকমই আর এক প্রকৃষ্ট উদাহরণ ভারতীয় ক্রিকেটের ‘চিন্টু’। ভারতীয় টেস্ট দলের খুবই পরিচিত মুখ তিনি। কিন্তু কে এই চিন্টু ? মায়ের দেওয়া শিক্ষাটিই বা কী?
ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটার হলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। যাঁর ডাকনাম চিন্টু। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের একটি নাম ক্রিকেটমহলে খুবই পরিচিত। তাঁর ব্যাটিং টেকনিককে মর্যাদা দিয়ে তাকে ডাকা হতো ‘দ্য ওয়াল’ নামে। শোয়েব আখতার থেকে ব্রেট লি, যে ক’জন পেসার দ্রাবিড়ের যুগে ব্যাটারদের ত্রাস ছিলেন, তাঁরা বরাবর থমকে যেতেন ‘দ্য ওয়াল’-এ। ভারতীয় টেস্ট ক্রিকেটে কিছুটা ঠিক এ রকমই প্রভাব পূজারার। ভারত যখনই টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন করে, সেই তালিকায় জ্বলজ্বল করে পূজারার নাম। ভারতের টেস্ট খেলার সঙ্গে পুজারার যেন এক অখণ্ড সম্পর্ক। ছোট বয়স থেকেই ভিডিয়ো গেমসের প্রতি দুর্বল ছিলেন পূজারা। ছেলেবেলায় চুটিয়ে ভিডিয়ো গেম খেলতেন । তখন থেকেই তিনি তাঁর মা রিনার থেকে দেবভক্তির শিক্ষা পেতে থাকেন। প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে পুজো করার নিদান পান। সত্যই যে ভগবানের আর এক রূপ, সেটি পুজারাকে বুঝিয়ে দেন তাঁর মা। এমনকি তাঁর নামের মধ্যেও রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। তাঁর নামের অর্থ আত্মার অধিপতি। ছোট বয়স থেকেই চিন্টুকে তৈরি করেছেন তাঁর মা। সত্যই মহান, এ কথা ছেলেকে শিখিয়ে দিয়েছিলেন তিনি। জীবনের বড় বড় প্রতিকূলতা জয় করতে সত্যের জুড়ি মেলা ভার, সেটিও ছেলের মনে গেঁথে দেন মা রিনা পূজারা।
ছেলেবেলা থেকে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে ভালো প্রদর্শন করে এসেছেন পূজারা। কিন্তু সে রকম ভাবে সকলের সামনে উঠে আসতে পারেননি। অথচ মা রিনাদেবীর বিশ্বাস ছিল ছেলে একদিন ভারতের হয়ে খেলবেনই। আর সেই বিশ্বাস যে বাস্তবে প্রমাণিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পূজারার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন তাঁর মা রিনাদেবী মারা যান। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের জীবনের শততম টেস্ট খেলতে চলেছেন টেস্টে ৭০০০ রানের মালিক পূজারা। এই সময়ে যদি তাঁর মা বেঁচে থাকতেন, তা হলে হয়তো তিনি সবচেয়ে বেশি খুশি হতেন।