BEN vs SAU Ranji Trophy Final Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি ফাইনাল

Bengal vs Saurastra Ranji Trophy 2022-23 Final: শুরু হচ্ছে ২০২২-২৩ রঞ্জি ট্রফি ফাইনাল। ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র।

BEN vs SAU Ranji Trophy Final Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি ফাইনাল
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 9:14 PM

কলকাতা: ৩৩ বছর আগের সোনালি বিকেল ফেরানোর আশায় বাংলা। ১৯৮৯-৯০ মরসুমে বাংলা শেষ রঞ্জি ট্রফি জিতেছিল। সেই সময় অনুষ্টুপ মজুমদারের বয়স ৫, মনোজ তিওয়ারির বয়স ছিল ৪। বাকি ক্রিকেটারদের তখন জন্মই হয়নি। তাই বাংলার সেই রঞ্জি জয়ের কাহিনি শুধু শুনেই বড় হয়েছেন এখনকার ক্রিকেটাররা। গত বার রঞ্জির সেমিফাইনালে থামতে হয়েছিল বাংলাকে। তার আগের বার রাজকোটে সৌরাষ্ট্রের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল অনুষ্টুপদের। এ বার সেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলবে মনোজ তিওয়ারির বাংলা।

ইডেনে ম্যাচ। পারদ চড়তে শুরু করে দিয়েছে। অবাধ দর্শক প্রবেশের ব্যবস্থা রাখছে সিএবি। ইডেনের বি, সি, কে, এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। লাগবে না কোনও টিকিট। সোমবার কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে সরকারি অনুমতি ও নিরাপত্তার ব্যবস্থা করবে সিএবি। অনুষ্টুপ, মনোজদের জন্য গলা ফাটাতে তৈরি চাকদহ থেকে চুঁচুড়া। কিন্তু যাঁরা ইডেনে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না তাঁদের জন্য় রইল এই প্রতিবেদন। কোথায়, কীভাবে দেখবেন রঞ্জি ট্রফি ফাইনাল, দেখে নিন।

বাংলা বনাম সৌরাষ্ট্র ২০২২-২৩ রঞ্জি ফাইনাল ম্যাচটি কবে হবে?

বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচটি হবে আগামীকাল, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)।

বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচটি কোথায় হবে?

বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ম্যাচ শুরু হবে সকাল ৯:০০ টা থেকে। ম্যাচের আগে ৮.৩০টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ২ এবং স্টার স্পোর্টস ২ এইচডি চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখা যাবে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বাংলা বনাম সৌরাষ্ট্র  রঞ্জি ফাইনাল ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে  Tv9 Bangla ওয়েবসাইটে।