Virat Kohli: বিশ্বকাপে কত রান করবেন? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বিরাটকে নিয়ে প্রশ্ন!
আইপিএলে ঝড় বইয়ে দিচ্ছেন আরসিবির হয়ে। সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তা হতে পারেন একমাত্র বিরাট কোহলিই। সেই বিরাটকে নিয়ে এক আশ্চর্য প্রশ্ন এল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষায়।
কলকাতা: স্কুল, কলেজ এমনিক চাকরির পরীক্ষায় দেশের তারকাদের নিয়ে নানা প্রশ্ন এসেছে। অবশ্য এই ধারা বেশি দেখা যায় চাকরির পরীক্ষাতে। কিন্তু কলেজের পরীক্ষায় কখনও কোনও ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন এসেছে কিনা, অনেকেই মনে করতে পারবেন না। এমনটাই ঘটেছে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে বিরাট রান মেশিন। আন্তর্জতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭৫টা সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। মাঝে তিনটে বছর খারাপ সময় কাটিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এখন আবার ফর্মে। আইপিএলে ঝড় বইয়ে দিচ্ছেন আরসিবির হয়ে। সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তা হতে পারেন একমাত্র বিরাট কোহলিই। সেই বিরাটকে নিয়ে এক আশ্চর্য প্রশ্ন এল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষায়। কী সেই প্রশ্ন? তুলে ধরল TV9 Bangla Sports।
চেন্নাইয়ের শিব নাদার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। সেখানেই বিরাটকে নিয়ে এসেছে প্রশ্ন। ২০০৮ সালে ভারতীয় টিমে অভিষেক হয়েছিল বিরাটের। সেই বছর ওয়ান ডে ক্রিকেটে মোট ৫টা ম্যাচ খেলেছিলেন। করেছিলেন মাত্র ১৫৯ রান। ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি মরসুমে ভারতের এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান কত রান করেছেন, তার খতিয়ান দেওয়া হয়েছে গ্রাফিক টেবলের মাধ্যমে। ১১-র বি প্রশ্নে বলা হয়েছে, ওপরের টেবলে তুলে ধরা হয়েছে বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারে প্রতি বছর ওয়ান ডে ক্রিকেটে কত রান করেছেন। ইনিংস প্রতি রান ধরে ২০২৩ সালে ২৩টা ইনিংসে মোট কত রান করতে পারেন তিনি? টুইটারে এই প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে। বিরাট দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড, সন্দেহ নেই। খুব স্বাভাবিক ভাবেই তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশ্নপত্রেও ঢুকে পড়েছেন।
A question based on Virat Kohli in the 2nd year Computer Engineering at Shiv Nadar University Chennai. pic.twitter.com/t0r6XqKW6C
— Johns. (@CricCrazyJohns) April 28, 2023
চেন্নাই আসলে মহেন্দ্র সিং ধোনির ডেরা। চেন্নাই সুপার কিংসের জনপ্রিয়তার পিছনেও ধোনিই। তাই তাঁকে থালা বলা হয়। সেই চেন্নাইয়ে বিরাটও যে বিপুল জনপ্রিয়, তা প্রমাণ হলে গেল। চলতি বছর অর্থাৎ অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ক্রিকেট বিশ্বকাপ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নপত্রে আগামী ২৩টা ইনিংসের মধ্যে খুব স্বাভাবিক ভাবে বিশ্বকাপের কিছু ইনিংস ঢুকে পড়বে, সন্দেহ নেই। ঘরের মাঠে বিশ্বকাপের সেরা মুখ বিরাটই। তিনি ক্যাপ্টেন না হলেও তাঁকে ঘিরেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারতীয় টিম।