IPL 2023 : টস জিতে ফিল্ডিং হার্দিকদের; কেকেআরে বড় ধাক্কা, নেই ছন্দে থাকা ব্যাটার

Kolkata Knight Riders vs Gujarat Titans : গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। কিন্তু এরপরই বিপত্তি। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। দ্রুত মাঠ খালি করে কভার দেওয়া হল।

IPL 2023 : টস জিতে ফিল্ডিং হার্দিকদের; কেকেআরে বড় ধাক্কা, নেই ছন্দে থাকা ব্যাটার
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 3:57 PM

দীপঙ্কর ঘোষাল : অনেকক্ষণ থেকে মেঘ ডাকছিল। ক্রিকেটপ্রেমীদের অবশ্য আগ্রহে ভাটা পড়েনি তাতে। টসের আগেই ৫০ শতাংশ মাঠ ঢাকা পড়ল। এ বারের মরসুমে প্রথম ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং। হাতে গোনা কয়েক ম্য়াচেই এই ট্রেন্ড ভাঙতে দেখা গিয়েছে। গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। কিন্তু এরপরই বিপত্তি। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। দ্রুত মাঠ খালি করে কভার দেওয়া হল। প্রথমে পিচ ঢাকা দেওয়া হলেও ধীরে ধীরে ঢাকা পড়ল পুরো মাঠ। বৃষ্টির তেজ সময়ের সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। তার আগে টস হওয়ায় আশা রয়েছে বৃষ্টি কমলে কম ওভারের ম্যাচ হলেও হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রায় মিনিট ১৫-২০ বৃষ্টির পর কিছুটা আশার আলো ক্রিকেটপ্রেমীদের জন্য। বৃষ্টি থামে। প্রথমে পিচের কভার তোলা হয়। চলে দীর্ঘ আলোচনা। এই ম্য়াচেও কেকেআর একাদশে বদল। পিঠের চোটে নেই জেসন রয়। তাঁর জায়গায় ফেরানো হয়েছে আফগান কিপার ব্য়াটার রহমানুল্লা গুরবাজকে। চোটের কারণে দলে নেই উমেশ যাদবও। খেলছেন তরুণ পেসার হর্ষিত রানা। গত ম্য়াচে অভিষেক হয়েছিল বৈভব অরোরার। তাঁকেও পাওয়া যাচ্ছে না এই ম্য়াচে। তবে কেকেআর শিবিরে স্বস্তি শার্দূল ঠাকুরের ফেরা।

কেকেআর একাদশ নায়ারণ জগদীশন, রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইজে, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

সাবস্টিটিউট: সূয়াশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রয়, টিম সাউদি, কুলবন্ত খেজরোলিয়া

গুজরাট টাইটান্স একাদশ ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জস লিটল

সাবস্টিটিউট: শুভমন গিল, কেএস ভরত, সাই সুদর্শন, শিবম মাভি, জয়ন্ত যাদব