Yuzvendra Chahal: জাতীয় দল, ঘরোয়া ক্রিকেটে ব্রাত্য; কাউন্টিতে পাঁচ যুজবেন্দ্র চাহালের
County Championship: শ্রীলঙ্কা সফরে ওডিআই কিংবা টি-টোয়েন্টিতে জায়গা হয়নি। দলীপ ট্রফিতেও সুযোগ মেলেনি। বিশ্বকাপের পরই পাড়ি দিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে পাঁচ উইকেট তারই অংশ।
দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল। সুযোগ পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। কিন্তু এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। এরপর জিম্বাবোয়ে গিয়েছিল ভারতের তরুণ দল। সুযোগ মেলেনি। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশায় ছিলেন, সময় ফিরবে। কিন্তু শ্রীলঙ্কা সফরে ওডিআই কিংবা টি-টোয়েন্টিতে জায়গা হয়নি। দলীপ ট্রফিতেও সুযোগ মেলেনি। বিশ্বকাপের পরই পাড়ি দিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে পাঁচ উইকেট তারই অংশ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ম্যাচে মুখোমুখি ডার্বিশায়ার ও নর্দ্যাম্পটনশায়ার। ব্যাটিংয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি নর্দ্যাম্পটনের। একই টিমে খেলছেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী ক্যাপ্টেন পৃথ্বী শ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ভরসা দিতে ব্য়র্থ। সইফ জায়েবের ৯০ এবং জাস্টিন ব্রডের সৌজন্যে প্রথম ইনিংসে ২১৯ অবধি পৌঁছয় নর্দ্যাম্পটনশায়ার। এরপর বল হাতে কামাল ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের। মাত্র ৪৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ডার্বিশায়ারকে মাত্র ১৬৫ রানেই অলআউট করেন চাহালরা।
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ পৃথ্বী। তবে মিডল অর্ডারের সৌজন্যে ইতিমধ্যেই ৫ উইকেটে ১৭৮ রান তুলে নিয়েছে তারা। যুজবেন্দ্র চাহালদের সব মিলিয়ে লিড ২৩২ রানের। চাহালের দুরন্ত বোলিংয়েই অ্যাডভান্টেজ নর্দ্যাম্পটনশায়ার। কাউন্টিতে আরেক ম্যাচেও নজর। লেস্টারশায়ারে খেলছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানেই অলআউট হয়েছিল লেস্টার। রান পাননি রাহানেও। জবাবে ইয়র্কশায়ার ৩৭৯ রানের বিশাল স্কোর গড়ে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলেছে লেস্টার। ক্রিজে রয়েছেন রাহানে। এখনও তাঁরা পিছিয়ে ২৪৬ রানে।
61.3 | Five for Chahal and Derbyshire all out! 🖐️
Chahal bowls Morley first ball to pick up his third first-class five-wicket haul. 🔥
Derbyshire 165 all out, 54 behind our first innings score. pic.twitter.com/BW7vJHZWje
— Northamptonshire CCC (@NorthantsCCC) September 10, 2024