India vs South Africa: বৃষ্টিতে ধুয়ে গেল চিন্নাস্বামীর গ্যালারি, বিসিসিআইকে তোপ দর্শকদের
সিলিকন ভ্যালিতে রবিবার ম্যাচ শুরুর ঠিক কিছুক্ষণ আগে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। নির্ধারিত সময়ে টস করা গেলেও, ম্যাচ শুরু হওয়ার আগে খেলা দেখানো শুরু করে বৃষ্টি।
বেঙ্গালুরু: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজের শেষ ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা ছিল। হাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, রবিরাতে বেঙ্গালুরুতে বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মতো সিলিকন ভ্যালিতে রবিবার ম্যাচ শুরুর ঠিক কিছুক্ষণ আগে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। নির্ধারিত সময়ে টস করা গেলেও, ম্যাচ শুরু হওয়ার আগে খেলা দেখানো শুরু করে বৃষ্টি। এরপর বৃষ্টি থামার পর, ৭.৫০ মিনিটে শুরু হয় ম্যাচ। তবে বৃষ্টি তখনও তৈরি ছিল ম্যাচে বাগড়া দেওয়ার জন্য। ফের স্বমহিমায় ফেরে বৃষ্টি। বেঙ্গালুরুতে বৃষ্টি পড়লেও ধারাভাষ্যকারদের চিন্নাস্বামীর জলনিকাশী ব্যবস্থার প্রশংসা করতে শোনা যায়। প্রথম বার বৃষ্টি হওয়ার পর খুব তাড়াতাড়িই মাঠ খেলার উপযোগী করে তোলা হয়েছিল। কিন্তু তার পর আর বৃষ্টি থামার আর নাম নেয়নি। যার ফলে সিরিজ শেষ হয়েছে ২-২ ফলাফলে। কিন্তু এ সবের মাঝেই চিন্নাস্বামীর গ্যালারিতে থাকা দর্শকরা কিন্তু বিসিসিআইয়ের (BCCI) ওপর রেগে একেবারে অগ্নিশর্মা হয়ে যায়।
কী কারণে বিসিসিআইয়ের ওপর তোপ দাগলেন চিন্নাস্বামীর দর্শকরা?
বেঙ্গালুরুতে রবিরাতে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্যাচ শেষ হয়নি। তবে বৃষ্টির সময় ছাউনির নীচে থেকেও যদি ভিজতে হয়, তা হলে রাগ যে হবে, এটাই স্বাভাবিক। চিন্নাস্বামীতে ম্যাচ দেখতে গিয়ে গ্যালারির ছাউনিতে থাকা দর্শকরা রবিরাতে ভিজে যান। একাধিক জায়গায় ফুটো থাকার ফলে ছাদের জল আটকায়নি। অঝোর ধারায় ঝরা জল গ্যালারিতে পড়তে থাকে। গ্যালারির পরিস্থিতি এতটাই খারাপ ছিল, যার ফলে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তাদের হতাশা প্রকাশ করেন। বিসিসিআইয়ের কাছে তাদের দাবি, এটাই যে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থনৈতিক দিক থেকে এতটা সমৃদ্ধ হওয়ার পরও গ্যালারির এমন দশা কেন?
What was even more disappointing was the state of affairs inside the stadium! The richest board in the world and these are the kind of conditions their fans need to put up with! When will @BCCI @kscaofficial1 improve fan experience befitting the stature of the sport?? pic.twitter.com/eacucPnwUp
— Srinivas Ramamohan (@srini_ramamohan) June 19, 2022
টুইটারে ভাইরাল হয়েছে চিন্নাস্বামীর গ্যালারির বিভিন্ন জায়গায় ফুটো হয়ে জল ঢোকার ভিডিও। এক টুইটার ব্যবহারকারী তো সরাসরি বিসিসিআইকে তোপ দেগে লেখেন, ‘এটা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের দৃশ্য। বিসিসিআইয়ের তরফ থেকে এটা কাম্য নয়। এই খেলা থেকে যে আয়টা হচ্ছে তার কোথাও না কোথাও অপব্যবহার হচ্ছে।’
This view is of Chinnaswamy Stadium in Bangalore, it was not expected from the BCCI, it is now misusing the earnings in the game.@BCCI @SGanguly99 @JayShah@ICC #BCCI #INDvsSAT20pic.twitter.com/qjGEAT0k4z
— Dinesh Lilawat (@DineshLilawat45) June 19, 2022
সম্প্রতি, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আইপিএলের পরবর্তী মরসুমের আগে বোর্ডের তরফে ভারতের বেশিরভাগ স্টেডিয়ামের সংস্করণ করা হবে। যাতে দর্শকদের খেলা দেখতে এসে কোনও সমস্যা না হয়।