Cricket Retro Story: কেন টেস্ট ম্যাচ চলাকালীনই চুল কাটাতে হয়েছিল এই কিংবদন্তি ক্রিকেটারকে?

ক্রিকেট মাঠের এক বিরল ঘটনা। তাও কিনা ঘটেছিল ভারতের এক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে। ম্যাচ চলাকালীন মাঠেই চুল কাটাতে হয়েছিল তাঁকে!

Cricket Retro Story: কেন টেস্ট ম্যাচ চলাকালীনই চুল কাটাতে হয়েছিল এই কিংবদন্তি ক্রিকেটারকে?
কেন টেস্ট ম্যাচ চলাকালীনই চুল কাটাতে হয়েছিল এই কিংবদন্তি ক্রিকেটারকে?Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 13, 2023 | 5:08 PM

নয়াদিল্লি: কখনও শুনেছেন, টেস্ট ম্যাচ চলাকালীন চুল কাটাতে হয়েছে কোনও ক্রিকেটারকে? আর সেই চুল কিনা কেটেছিলেন খোদ আম্পায়ার? ক্রিকেট মাঠে তো কত অজানা ঘটনাই ঘটে। এও তেমনই এক ঘটনা। অবাক লাগলেও এমনই ঘটেছিল একটা ম্যাচে! ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রায় ৫০ বছর পর সেই ঘটনার স্মৃতি রোমন্থন করলেন তিনি। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন তিনি। আর তখনই এই মজার ঘটনা তুলে ধরলেন সানি। নিজের খেলোয়াড়ি জীবনে বড় চুল রাখতেন গাভাসকর। কিন্তু ব্যাটিং করার সময় সেই বড় চুল বারবার মুখে পড়ছিল। যে কারণে ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিল তাঁর। এতেই বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি। কেন এই বিরক্তি? কেনই বা মাঠের মধ্যেই চুল কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla -র এই প্রতিবেদনে।

ঘটনাটি ১৯৭৪ সালের। টেস্ট খেলতে ইংল্যান্ডে গিয়েছিল অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারত। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই টেস্টে তখন ব্যাট করছিলেন গাভাসকর। মাঠে বইছিল তীব্র ঝোড়ো হাওয়া। বড় চুল তাঁকে সমস্যায় ফেলছিল। বোলার যখন বল করতে আসছিলেন তখনই চোখের সামনে চুল এসে পড়ায় অনেক সময়ই বল দেখতে পাচ্ছিলেন না। তখনই মাঠেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন গাভাসকর।

সানি বলেছেন, “খুবই মজার ব্যাপার ছিল ওটা। সেইসময় আমি টুপি পরতাম না। এখনকার তুলনায় আমার চুল ছিল বেশ বড়। ঝোড়ো হাওয়ায় আমার চোখের সামনে চুল এসে পড়ছিল। তখনই আমি আম্পায়ার ডিকি বার্ডকে জিজ্ঞেস করি, ওঁর কাছে কাঁচি আছে কিনা। আছে, জানতে পেরেই ওঁকে বলি আমার চুল কেটে দিতে। ম্যাচ চলাকালীনই উনি আমার চুল কেটে ছোট করে দেন। বলের সেলাই অনেক সময় উঠে আসে বা বেরিয়ে পড়ে। তখন আম্পায়াররা কাঁচি দিয়ে ওই সুতো কেটে দেন। সেই কারণে আম্পায়ারদের কাছে যে কাঁচি থাকে, তা আমি ভালো করেই জানতাম। তাই ডিকির কাছে যাই।”

গাভাসকর মজা করে কমেন্ট্রি চলাকালীন বলেন, ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র প্লেয়ার, যিনি মাঠের মধ্যেই চুল কাটিয়েছেন।সেই ম্যাচে সেঞ্চুরি করেন সুনীল গাভাসকর। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে যায় ভারত। দেশের হয়ে ১২৫টি টেস্টে ৩৪ টি শতরান সহ ১০১২২ রান রয়েছে সুনীল গাভাসকরের।