World Cup: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি, যাঁদের বিশ্বকাপ জেতা হয়নি…

Indian Cricket Stat: নিজেদের দেশের হয়ে নানা নজির গড়েছেন। নতুন প্রজন্মের কাছে আইকন। তবে এমন অনেক কিংবদন্তিই রয়েছেন, যাঁদের কখনও বিশ্বকাপ জেতা হয়নি। ফুটবলেও যেমন রয়েছে, তেমনই ক্রিকেটেই। নজর দেওয়া যাক সেই কিংবদন্তিদের দিকে।

World Cup: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি, যাঁদের বিশ্বকাপ জেতা হয়নি...
Image Credit source: Getty Images File
Follow Us:
| Updated on: Sep 01, 2024 | 11:58 PM

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। নিজেদের দেশের হয়ে নানা নজির গড়েছেন। নতুন প্রজন্মের কাছে আইকন। তবে এমন অনেক কিংবদন্তিই রয়েছেন, যাঁদের কখনও বিশ্বকাপ জেতা হয়নি। ফুটবলেও যেমন রয়েছে, তেমনই ক্রিকেটেই। নজর দেওয়া যাক সেই কিংবদন্তিদের দিকে।

কিংবদন্তিদের বিশ্বকাপ আক্ষেপ…

  1. ব্রেন্ডন ম্যাকালাম-নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের কোচ। বাজ়বল স্টাইল টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করেছে। ব্রেন্ডন ম্যাকালাম নিজেও বিধ্বংসী ব্যাটার এবং দক্ষ উইকেটকিপার ছিলেন। নানা নজির রয়েছে তাঁর। ২০১৫ সালে বিশ্বকাপের আক্ষেপটাও মিটতে পারত। যদিও শেষ অবধি বিশ্বকাপ জেতা হয়নি।
  2. বিশ্ব ক্রিকেট তথা, ভারতীয় ক্রিকেটের অন্য়তম সেরা ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। কোচিংয়েও নজর কাড়ছেন। তাঁর আক্ষেপ যেন আরও বেশি। বিশ্বকাপ জয় দূর অস্ত, কখনও বিশ্বকাপের স্কোয়াডেই সুযোগ পাননি ভিভিএস লক্ষ্মণ। তাঁর নামের পাশে যেন অজান্তেই জুড়ে গিয়েছিল টেস্ট স্পেশালিস্টের তকমা।
  3. অনিল কুম্বলের মতো ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে খুব কমই এসেছে। টেস্টে ভারতের সর্বাধিক উইকেট শিকারি কিংবদন্তি কুম্বলে। ভারতীয় দলের কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি।
  4. বাংলা ও বাঙালির সবচেয়ে বড় আক্ষেপ ২০০৩ বিশ্বকাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ সময় পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ১৯৮৩-র পর দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। কিংবদন্তি ব্যাটার এবং ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বকাপ জয় অধরাই থেকে গিয়েছে।
  5. মডার্ন ডে ক্রিকেটের অনেকেই যাঁকে আদর্শ করেন, তিনি এবি ডিভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রি এবিডি-র কেরিয়ারে বড় আক্ষেপ, বিশ্বকাপ জিততে না পারা।
  6. বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক কালিস। টেস্ট হোক বা ওয়ান ডে, ব্যাটে-বলে ভরসা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন। যদিও বিশ্বজয় হয়নি।
  7. সদ্য কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। যদিও প্লেয়ার হিসেবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ বয়ে বেড়িয়েছেন। ২০০৩ সালে ফাইনাল খেলেছেন। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ খেলেছিল ভারত। সে বার প্রথম রাউন্ডেই বিদায়।
  8. ব্রায়ান চার্লস লারা। তাঁর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। এই হতাশার তালিকায় রয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারাও। ওয়েস্ট ইন্ডিজ তথা সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিশ্বকাপ জিততে পারেননি।
  9. একটা সময় ব্যাটারদের ত্রাস ছিলেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। তবে বিশ্বকাপ অধরা শোয়েব আখতারেরও।