IPL 2021: স্যার জাডেজায় বিপর্যস্ত বিরাটের আরসিবি

রবিবারের বিকেলে ওয়াংখেড়েতে নতুন নাম কে পেলেন? নাহ্, নতুন নামকরণের দরকার নেই। পুরনো নামই আরও একবার জোরালো প্রতিষ্ঠা করে গেলেন এক গুজরাটি ক্রিকেটার। আইপিএলের দুনিয়া যাঁকে ‘স্যার জাডেজা’ (Ravindra Jadeja) নামে চেনে!

IPL 2021: স্যার জাডেজায় বিপর্যস্ত বিরাটের আরসিবি
স্যার জাডেজায় বিপর্যস্ত বিরাটের আরসিবি
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 8:31 PM

সঙ্ঘমিত্রা চক্রবর্তী

চেন্নাই সুপার কিংস ১৯১/৪ (২০ ওভারে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২২/৯ (২০ ওভারে)

আইপিএলের (IPL) কমেন্ট্র বক্স বড় মজার জায়গা। বাছা বাছা বিশেষণ, দারুণ তর্জমা, গভীর ব্যাখ্যার সঙ্গে উঠে আসে নতুন নতুন নাম। রবিবারের বিকেলে ওয়াংখেড়েতে নতুন নাম কে পেলেন? নাহ্, নতুন নামকরণের দরকার নেই। পুরনো নামই আরও একবার জোরালো প্রতিষ্ঠা করে গেলেন এক গুজরাটি ক্রিকেটার। আইপিএলের দুনিয়া যাঁকে ‘স্যার জাডেজা’ নামে চেনে! একটা সময় ছিল, চেন্নাইয়ের খেলা মানেই রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) নিয়ে মজার মজার টুইট করা হত। দুরন্ত ফর্মে থাকা জাডেজাতে মুগ্ধ ভক্তরা সেই দিন আবার ফিরিয়ে আনতে পারেন। রবি-বিকেল আর সন্ধের কথা যদি ধরা হয, এই জাডেজাতেই জয়যাত্রা থেমে গেল বিরাট কোহলির টিমের। টানা চার ম্যাচ জেতার পর পঞ্চম ম্যাচে হেরে গেল আরসিবি। কেউ যদি অতিমানবিক ক্রিকেট খেলে, তা হলে আর কী-ই বা করার থাকতে পারে!

সুরেশ রায়না আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন জাডেজা। যখন ফিরলেন নামের পাশে নট আউট ৬২। মাত্র ২৮ বল খেলে বল হারানো ৫টা বিশাল ছয় মারলেন। সঙ্গে চারটে কার্যকর চার। তার থেকেও বড় তথ্য হল, হর্ষল প্যাটেলের এক ওভারে নিলেন ৩৭ রান নিলেন জাডেজা। আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটল দ্বিতীয়বার। ২০১১ সালে আরসিবির হয়ে এমন কাণ্ড করেছিলেন ক্রিস গেইল। টি-টোয়েন্টির হিসেব ধরলে এমন রানের বন্যা বইল চতুর্থবার।

দাঁড়ান-দাঁড়ান, জাডেজা নামক থ্রি-ডি ক্রিকেটারের ওয়াংখেড় দাপানো এখানেই শেষ নয়। বল হাতেও ক্যারিশমা দেখিয়ে গেলেন তিনি। ওয়াশিংটন সুন্দর (৭), গ্লেন ম্যাক্সওয়েল (২২), এবি ডে ভিলিয়ার্সের (৪) উইকেট নিলেন দুরন্ত স্পিনে। আর, সরাসরি থ্রোয়ে রান আউট করলেন ড্যান ক্রিশ্চিয়ানকে। এরপর ম্যাচের সেরা হওয়া আটকায় কে? এমন পারফরম্যান্স কেউ যখন করেন, বিপক্ষের কপালে হার ছাড়া আর কিছু থাকে না!

বিরাটদের বিরুদ্ধে শুরু থেকেই অবশ্য ঝড় তুলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি। ঋতুরাজ ৩৩ করে ফিরে গেলেন। কিন্তু ফাফ নিজের ছন্দে করলেন ৫০। সুরেশ রায়না (২৪), অম্বাতি রায়াডুরা (১৪) ফিরতে না ফিরতে জাডেজা নামক ঝড় আড়ছে পড়ল বেঙ্গালুরু উপকুলে। ১৯১/৪ তাড়া করতে নেমে ১২২/৯-এ শেষ আরসিবি।

ম্যাচের পর জাডেজা হাসতে হাসতে বলছিলেন, ‘নিজের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করছি বেশ কিছু দিন ধরে। তারই সুফল পেলাম। অলরাউন্ডারের কাজ সব সময় কঠিন। সব ক’টা বিভাগেই কিছু না কিছু করতে হয়।’

আর ধোনি? চেন্নাই আর মাহির দিন ফুরিয়েছে কিনা, তর্কে মেতেছিলেন যাঁরা, তাঁরা কী বলছেন? সে শোনার দরকার নেই। ধোনি নিজের ঢঙেই বলে গেলেন, ‘জাডেজা বরাবর গেম চেঞ্জার। গত কয়েক বছরে ও নিজেকে অনেক পাল্টে ফেলেছে।’ জাডেজা যেমন পাল্টেছেন নিজেকে, ধোনির চেন্নাইও তো! প্রথম ম্যাচ হারের পর টানা চারটে জিতে লিগ টেবলের এক্কেবারে মগডালে।

চেন্নাই সুপার কিংস ১৯১/৪ (জাডেজা নট আউট ৬২, দু প্লেসি ৫০, ঋতুরাজ ৩৩, হর্ষল ৩/৫১, চাহাল ১/২৪)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২২/৯ (দেবদত্ত ৩৪, ম্যাক্সওয়েল ২২, জেমিসন ১৬, জাডেজা ৩/১৩, ইমরান ২/১৬)।