IPL 2021: ধোনিভাইয়ের দেখানো পথেই এই জায়গায়, বলছেন জাডেজা

সেই জাডেজা তাঁর দুরন্ত ফর্ম, চমত্‍কার উত্থানের কৃতিত্ব দিচ্ছেন ধোনিকে। এমএসডির অধিনায়কত্বেই তাঁর তিনটে ফর্ম্যাটে অভিষেক হয়েছিল। ধোনির সঙ্গে চেন্নাইকে তিনিও দিয়েছেন সাফল্যের আলো।

IPL 2021: ধোনিভাইয়ের দেখানো পথেই এই জায়গায়, বলছেন জাডেজা
IPL 2021: ধোনিভাইয়ের দেখানো পথেই এই জায়গায়, বলছেন জাডেজা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 10:16 AM

নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পথে হেঁটেই সফল রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। মাহির পর আন্তর্জাতিক ক্রিকেটে যদি ফিনিশার বাছতে হয়, অবশ্যই বলতে হবে জাডেজার নাম। যিনি ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে যে কোনও মুহূর্তে পাল্টে পাল্টে দিতে পারেন খেলার রং। যে কারণে তিনটে ফর্ম্যাটেই তিনি অলরাউন্ডার হিসেবে বেশ সফল।

সেই জাডেজা তাঁর দুরন্ত ফর্ম, চমত্‍কার উত্থানের কৃতিত্ব দিচ্ছেন ধোনিকে। এমএসডির অধিনায়কত্বেই তাঁর তিনটে ফর্ম্যাটে অভিষেক হয়েছিল। ধোনির সঙ্গে চেন্নাইকে তিনিও দিয়েছেন সাফল্যের আলো। সেই জাডেজা বলছেন, ‘আমি সব সময় ম্যাচ শেষ করে টিমকে জেতাতে চাই। আমি এখন অনেক বেশি নিজের উপর আস্থা রাখি। উইকেটে থাকার চেষ্টা করি। যাতে ম্যাচ শেষ করার সুযোগটা নিতে পারি।’

২০১৭ সাল থেকে ধরলে ২৪টা টেস্ট খেলেছেন জাডেজা। ১০০৯ রান করেছেন। নিয়েছেন ৭২টা উইকেট। ৩২টা ওয়ান ডে ম্যাচে ৪৯৭ রান নেওয়ার পাশাপাশি ৩৩টা উইকেটও নিয়েছেন। ১০টা টি-টোয়েন্টি ম্যাচে ১০১ রান করার সঙ্গে নিয়েছেন ১০টা উইকেট।

এমন সাফল্যের রহস্য কী? জাডেজার মন্তব্য, ‘ধোনিভাই সব সময় বলে, যখনই ব্যাট করার সুযোগ পাবে, মনে রাখবে তোমার মতো বোলারও তীব্র চাপে ভোগে। সুতরাং, নিজের চাপটা নিয়ে বেশি ভেবো না। বরং বোলারের মাথায় চড়ার চেষ্টা করো। ধোনিভাইয়ের এই সব পরামর্শগুলো আমাকে আরও তৈরি করে দিয়েছে। ও আমার কেরিয়ারের পথপ্রদর্শক।’

চেন্নাই সুপার কিংসের হয়েও একই রকম সফল জাডেজা। ১৯১টা ম্যাচ খেলে ২২৯০ রান করেছেন। নিয়েছেন ১২০ উইকেট। দেশের হয়ে খেলার সময় কি ধোনিকে মিস করেন? জাডেজা বলেছেন, ‘অবশ্যই করি। তার কারণ, ও সব সময় পাশে থাকে, সঠিক পথটা দেখায়। যদি কোনও ভুল করি, ঠিক কাছে এসে কথা বলবে। বলে দেবে, ঠিক কী করলে আবার সাফল্য পাব। আমাদের ১২ বছরর সম্পর্ক। ওকে মিস করব না, হয় নাকি!’

ক্যাপ্টেন হিসেবে ধোনি আর বিরাটের মধ্যে কী ফারাক? জাডেজার মন্তব্য, ‘ওরা দু’রকম ক্যাপ্টেন। ধোনিভাই ভীষণ ঠান্ডা স্বভাবের। কিন্তু বিরাট আগ্রাসী। ওরা যে যার নিজের মতো করে টিমকে নেতৃত্ব দেয়।’

আরও পড়ুন:Neeraj Chopra: পারফরম্যান্সে অখুশি, ছাঁটাই নীরজের কোচ!