CWC 2023: ‘ঘরের মাঠে ২০১১ সালে চ্যাম্পিয়ন হলেও…’ ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী পাক কিংবদন্তির

Cricket World Cup: ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারলে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা মুহূর্ত হবে। তবে এ বারের বিশ্বকাপ অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য কঠিন পরীক্ষা বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম।

CWC 2023: 'ঘরের মাঠে ২০১১ সালে চ্যাম্পিয়ন হলেও...' ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী পাক কিংবদন্তির
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 5:57 PM

ঘরের মাঠে বিশ্বকাপ। ৫ অক্টোবর শুরু হতে চলেছে টুর্নামেন্ট। এর আগে ২০১১ সালে ভারতে হয়েছিল বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আরও একবার দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিক ভাবেই ফেভারিট ধরা হচ্ছে ভারতকে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি সঙ্গে অন্য কিছুও বলছেন। প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রমের পর্যবেক্ষণ অন্য। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শেষ বার ২০১৩ সালে আইসিসির কোনও ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সে বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এর পর থেকে আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি গিয়েই দৌড় থেমেছে ভারতের। গত ওয়ান ডে বিশ্বকাপের কথাই ধরা যাক। দলগত শক্তি হোক কিংবা পারফরম্যান্স, ফেভারিট ছিল ভারতই। সেমিফাইনাল অবধি অপ্রতিরোধ্য ভারত। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি এবং ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানো ভারতের জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে বিদায় নিয়েছিল ভারত। অপেক্ষা ক্রমশ দীর্ঘ হয়েছে।

ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারলে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা মুহূর্ত হবে। তবে এ বারের বিশ্বকাপ অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য কঠিন পরীক্ষা বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। বলছেন, ‘এটা ঠিক, ভারতীয় দলে মহম্মদ সামির মতো পেসার রয়েছে। স্বপ্নের ফর্মে রয়েছে সামি। তবে বুমরাকেও পুরো ফিট থাকতে হবে। বুমরার ফিটনেস কী পরিস্থিতিতে রয়েছে, সে বিষয়ে আমার পূর্ণ ধারনা নেই। তবে ও যদি ফিট থাকে অনেকটা পার্থক্য গড়ে দেবে।’

ভারতীয় দলে দক্ষ অলরাউন্ডার থাকাটাকে অনেক বেশি ইতিবাচক ধরছেন আক্রম। বলছেন, ‘ভারতীয় দলে অশ্বিন-জাডেজার মতো দক্ষ স্পিনার এবং অলরাউন্ডার রয়েছে। কাকে খেলানো হয়, দেখা যাক। ২০১১ সালে ভারত জিতেছিল। এ বার কিন্তু বাড়তি চাপ থাকবে।’