Yuzvendra Chahal: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে কেন সুযোগ পেলেন না চাহাল? যা বললেন শার্দূল
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পাননি, এ বার টি-২০ সিরিজে কি ভারতের একাদশে দেখা যাবে যুজবেন্দ্র চাহালকে?
ত্রিনিদাদ: সাদা বলে তিনি যে খারাপ পারফর্ম করেন তেমনটা নয়। জাতীয় দলে ডাকও পাচ্ছেন। কিন্তু একাদশে সুযোগ পাচ্ছেন না। ভারতের এ বারের ক্যারিবিয়ান সফরে ৩ ম্যাচের ওডিআই সিরিজের একটিতেও সুযোগ পাননি তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে অক্ষর প্যাটেল-রবীন্দ্র জাডেজাসহ ৪ স্পিনারকে বেছে নেওয়া হয়েছিল। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা তিনটি ওডিআই ম্যাচেই খেলেছেন। দ্বিতীয় ওডিআইতে ব্যাটিং অল-রাউন্ডার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু পুরো সিরিজে যুজবেন্দ্র চাহালকে কাটাতে হয়েছে দলের বাইরে, রিজার্ভ বেঞ্চে। ৩ ম্যাচের ওডিআই সিরিজের একটিতেও কেন সুযোগ পেলেন না যুজি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দেশের মাটিতে চলতি বছরের ২৪ জানুয়ারি কিউয়িদের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল। জানুয়ারিতেই ভারতের জার্সিতে শেষ টি-২০ ম্যাচেও খেলেছিলেন চাহাল। তারপর আর ভারতের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর। ২০২২ সালের শুরু থেকে ১৬টি ওয়ান ডে ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন চাহাল। তার মধ্যে তিন বার চার উইকেট নেন চাহাল। আর চলতি বছরে মাত্র ২টি ম্যাচে খেলেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা তাই বলাবলি করছেন, পারফরম্যান্সের দিক থেকে তাঁকে বাদ দেওয়ার তো কোনও প্রশ্নই নেই। তা হলে কেন ভারতের একাদশে থাকছেন না চাহাল?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআই সিরিজের পর চাহালের একাদশে না থাকা নিয়ে শার্দূল বলেন, ‘আমাদের বেঞ্চেও যাঁরা রয়েছে তাঁরা বেশ শক্তিশালী। তাই অনেক সময় এমন হতেই পারে যে, কোনও ক্রিকেটার হয়তো কোনও সিরিজে খেলার সুযোগ পেলেন না। বা কয়েকটি ম্যাচ মিস করলেন। যুজবেন্দ্র চাহাল একজন ভীষণ ভালো ক্রিকেটার। তিনি বছরের পর বছর ধরে ভালো পারফর্ম করেছেন। নিজেকে প্রমাণ করেছেন। তাঁকে খেলানো হবে কিনা সেটা যদিও ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না।’
শার্দূল আরও বলেন, ‘আমি মনে করি না যে একটা সিরিজে না খেললে চাহাল হতাশ হবেন। বা তাঁর আত্মবিশ্বাস নষ্ট হবে। তিনি যখনই খেলেছেন, ভারতের হয়ে ম্যাচ জিতেছেন। মাঠে নামলেই তিনি সব সময় এক গুচ্ছ উইকেট নেন এবং দলের দলে অবদান রাখেন।’ আগামী কাল, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এ বার দেখার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০-তে ভারতের একাদশে তিনি সুযোগ পান কিনা।