ICC World Cup: পদক জিতেই কামড়, সতীর্থরাও হাসিতে ফেটে পড়লেন

ICC World Cup 2023, Virat Kohli: দিলীপ আরও বলেন, 'তবে যে বিষয়টা আমরা বারবার বলে থাকি, ধারাবাহিকতা। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা। আর এই পুরস্কারটা বিরাট ছাড়া কাকে দেওয়া যায়!' সতীর্থদের তালির মাঝে পুরস্কার নেন বিরাট। তাঁকে পদক পরিয়ে দেন ফিল্ডিং কোচ। আর পদক নিয়েই তাতে কামড় বিরাটের। ঠিক যেমন মাল্টি স্পোর্টস ইভেন্টে পদক জিতে অ্যাথলিটরা করে থাকেন। বিরাট সে ভাবেই সেলিব্রেশন করলেন।

ICC World Cup: পদক জিতেই কামড়, সতীর্থরাও হাসিতে ফেটে পড়লেন
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 6:32 PM

নয়াদিল্লি: সদ্য শেষ হয়েছে এশিয়ান গেমস। মেয়েদের ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ক্রিকেটেও জিতেছে। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন সোনাজয়ী টিমকে শুভেচ্ছাও জানিয়েছিলেন রোহিত শর্মা। মজা করে বলেছিলেন, ‘আমরা কোনও দিন মেডেল জিততে পারিনি।’ সেই আক্ষেপ যেন কিছুটা মিটল বিরাট কোহলির। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংস এবং দুরন্ত ফিল্ডিংয়ের পর পদক জিতলেন কিং কোহলি। তাঁর উচ্ছ্বাস দেখার মতোই। আর পদক জিতে কামড় না দিলে হয়! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। খুবই কঠিন পরিস্থিতিতে জয় এসেছে। বোলাররা অনবদ্য পারফর্ম করেন। বিশেষ করে বলতে হয় বোলিংয়ের কথা। পেসাররা দুর্দান্ত শুরু করেন। এরপর স্পিনারদের দাপট। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন মিলিত ভাবে নিয়েছেন আধডজন উইকেট। রবীন্দ্র জাডেজা একাই নিয়েছেন তিন উইকেট। মাত্র ১৯৯ রানেই অস্ট্রেলিয়াকে অলআউট করে ভারত। ইনিংসের প্রথম উইকেটের ক্ষেত্রে বিরাটের কথা আলাদা করে বলতে হয়। বুমরার বোলিংয়ে মার্শের ক্যাচ নেন বিরাট। ওয়াইড স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট বাঁ দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ নেন। শর্ট এক্সট্রা কভারে দুর্দান্ত ফিল্ডিংও করেন।

ইনিংসে শ্রেয়সের ক্যাচ দুটিও দারুণ। হার্দিকও ভালো ক্যাচ নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পদক জিতলেন বিরাট কোহলিই। বোর্ডের তরফে ড্রেসিংরুমের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেরা ফিল্ডার হয়েছেন বিরাট। হেড কোচ বক্তব্য রাখেন। এরপর সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার দায়িত্ব পড়ে ফিল্ডিং কোচ টি দিলীপের ওপর। বলেন, ‘অবশেষে এই পুরস্কারটা আমরা দেওয়ার সুযোগ পাচ্ছি। এই ম্যাচে ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। ঈশান ভালো ফিল্ডিং করেছে, শ্রেয়সও দারুণ ক্যাচ নিয়েছে।’ তাঁর কথার মাঝেই হার্দিক চেঁচিয়ে ওঠেন, এই পুরস্কার আমি পাচ্ছি না, এটুকু নিশ্চিত।

দিলীপ আরও বলেন, ‘তবে যে বিষয়টা আমরা বারবার বলে থাকি, ধারাবাহিকতা। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা। আর এই পুরস্কারটা বিরাট ছাড়া কাকে দেওয়া যায়!’ সতীর্থদের তালির মাঝে পুরস্কার নেন বিরাট। তাঁকে পদক পরিয়ে দেন ফিল্ডিং কোচ। আর পদক নিয়েই তাতে কামড় বিরাটের। ঠিক যেমন মাল্টি স্পোর্টস ইভেন্টে পদক জিতে অ্যাথলিটরা করে থাকেন। বিরাট সে ভাবেই সেলিব্রেশন করলেন।