England CWC Squad: চ্যাম্পিয়ন টিমের ওপেনার বাদ! শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে তরুণ ব্যাটার
Cricket World Cup 2023: গত এক বছরে সব ফরম্যাট মিলিয়ে নজর কেড়েছেন ব্রুক। প্রাথমিক তালিকায় তাঁকে না রাখায় অবাক হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অনবদ্য পারফর্ম করেছেন ব্রুক। ৯১ স্ট্রাইকরেটে ১১৮১ টেস্ট রান। টি-টোয়েন্টিতেও নজর কেড়েছেন। ভারতের মাটিতে বিশ্বকাপে তাঁকে খেলানোর একটা পরোক্ষ দাবি উঠেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শেষ মুহূর্তে সুযোগ দেওয়াতেই পরিষ্কার হয়ে যায়, বিশ্বকাপের দলে দেখা যেতেই পারে ব্রুককে।
লন্ডন: প্রত্যাশা ছিল। তবে নিশ্চয়তা নয়। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ বার ভারতে ওডিআই বিশ্বকাপ। গত অগস্টেই প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছিল ইংল্যান্ড। সেই স্কোয়াডে যে পরিবর্তন হবে, এমন পরিস্থিতি ছিলই। প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি হ্যারি ব্রুক। গত এক-দেড় বছরে ইংল্যান্ডের অন্যতম ধারাবাহিক এই তরুণ ওপেনার। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার পরই আরও বিধ্বংসী ব্যাটিং। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে হান্ড্রেড করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নজর কাড়েন। শেষ মুহূর্তে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে যোগ করা হয়। এ বার বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিলেন হ্যারি ব্রুক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন জেসন রয়। গত বারের চ্যাম্পিয়ন টিমের গুরুত্বপূর্ণ সদস্য জেসন রয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও ছিলেন। পিঠের চোটে এই সিরিজে খেলতে পারেননি। রয়ের অনুপস্থিতিতে অনবদ্য পারফর্ম করেন বাঁ হাতি ওপেনার দাবিদ মালান। লর্ডসে ম্যাচ জেতানো শতরান সহ তিন ম্যাচে ২৭৭ রান করেন মালান। ব্যাটিং গড় ৯২.৩৩। মালান জ্বলে উঠলেও হ্য়ারি ব্রুক এই সিরিজে আহামরি কিছু করেছেন তা নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে ৬৮ বল খেলে ৩৭ রান। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় ব্রুকের। এখনও অবধি মাত্র আধডজন ওডিআই খেলেছেন।
গত এক বছরে সব ফরম্যাট মিলিয়ে নজর কেড়েছেন ব্রুক। প্রাথমিক তালিকায় তাঁকে না রাখায় অবাক হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অনবদ্য পারফর্ম করেছেন ব্রুক। ৯১ স্ট্রাইকরেটে ১১৮১ টেস্ট রান! টি-টোয়েন্টিতেও নজর কেড়েছেন। সে কারণেই ভারতের মাটিতে বিশ্বকাপে তাঁকে খেলানোর একটা পরোক্ষ দাবি উঠেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে শেষ মুহূর্তে সুযোগ দেওয়াতেই পরিষ্কার হয়ে যায়, বিশ্বকাপের দলে দেখা যেতেই পারে ব্রুককে। স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে থাকবেনই, এই গ্যারান্টি অবশ্য নেই।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জনি বেয়ারস্টো, দাবিদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, রিস টপলি, মার্ক উড, গাস অ্যাটকিনসন।