Saurashtra Premier League: সাইক্লোন বিপর্যয়ের প্রভাব খেলার মাঠে, বন্ধ হয়ে গেল টুর্নামেন্ট

Cyclone Biparjoy: আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন বিপর্যয় গুজরাটকে ছারখার করে দিয়েছে। ১৫ জুন, বৃহস্পতিবার সন্ধেয় গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় বিপর্যয়। এই সাইক্লোনের ফলে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও।

Saurashtra Premier League: সাইক্লোন বিপর্যয়ের প্রভাব খেলার মাঠে, বন্ধ হয়ে গেল টুর্নামেন্ট
Saurashtra Premier League: সাইক্লোন বিপর্যয়ের প্রভাব খেলার মাঠে, বন্ধ হয়ে গেল টুর্নামেন্ট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 12:26 PM

আমেদাবাদ : ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সাইক্লোন বিপর্যয়। আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন বিপর্যয় (Cyclone Biparjoy) গুজরাটকে ছারখার করে দিয়েছে। ১৫ জুন, বৃহস্পতিবার সন্ধেয় গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় বিপর্যয়। এই সাইক্লোনের ফলে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার ফলে গুজরাটের বিভিন্ন এলাকায় প্রায় ৫২৪টিরও বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে। আর যার ফলে প্রায় ৯৪০টি গ্রাম এখন বিদ্যুৎহীন। ২২ জন আহতও হয়েছেন বলে জানা গিয়েছে। এই বিপর্যয়ের প্রভাব এ বার পড়ল খেলার মাঠেও। যার ফলে আপাতত সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগের (Saurashtra Premier League) তৃতীয় সংস্করণ স্থগিত হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ শুরু হওয়ার কথা ছিল ১৫ জুন। কিন্তু বিপর্যয়ের কারণে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শনের পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে টুর্নামেন্টটি শুরু হচ্ছে না। এই বিপর্যয়ের তাণ্ডবের মাঝে সকলকে সুস্থ এবং নিরাপদে থাকার বার্তা দিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট।

টুইটারে সৌরাষ্ট্র ক্রিকেটের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবের তীব্রতার কারণে, SPL 2023 স্থগিত করা হয়েছে। ১৫ জুন থেকে এসপিএল শুরু হওয়ার কথা ছিল। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্ষতিগ্রস্থ অঞ্চলে সকলকে নিরাপদে থাকার জন্য আবেদন করছে।’

২০১৯ সাল থেকে চলছে এসপিএল। মোট ৫টি দল খেলে এই লিগে। সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগের গত বারের চ্যাম্পিয়ন হল হালার হিরোজ। কবে থেকে সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ শুরু হবে তা নিয়ে আপাতত কোনও বার্তা দেয়নি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।