Danielle McGahey: আন্তর্জাতিক ক্রিকেটে এ বার ট্রান্সজেন্ডার ক্রিকেটার! ইতিহাসের সামনে ড্যানিয়েলা ম্যাকগাহে
Transgender Cricketer: আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) বিপ্লব। ইতিহাস গড়তে চলেছেন কানাডার ক্রিকেটার ড্যানিয়েলা ম্যাকগাহে (Danielle McGahey)।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) বিপ্লব। ইতিহাস গড়তে চলেছেন কানাডার (Canada) ক্রিকেটার ড্যানিয়েলা ম্যাকগাহে (Danielle McGahey)। প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত কানাডার ক্রিকেটার ড্যানিয়েলা। ২৯ বছর বয়সী ড্যানিয়েলা ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে আইসিসির সকল যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন। কোন টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ড্যানিয়েলা ম্যাকগাহেকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৪ সালে বাংলাদেশ অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কানাডা দলের হয়ে বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলবেন ড্যানিয়েলা ম্যাকগাহে। লস অ্যাঞ্জেলিসে ৪-১১ সেপ্টেম্বর বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে কানাডা। তার জন্য আইসিসি পুরুষ থেকে মহিলা ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের জন্য যে যোগ্যতার মানদণ্ড রেখেছিল, তা পূরণ করেছেন ড্যানিয়েলা। বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য কানাডা আইসিসি আমেরিকা কোয়ালিফায়ারে খেলবে আর্জেন্টিনা, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রেলিয়া থেকে কানাডায় চলে যান। এরপর ২০২০ সালের নভেম্বরে তিনি পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া শুরু করেন। ২০২১ সালের মে মাসে তিনি মেডিক্যালি লিঙ্গ পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন ড্যানিয়েলা ম্যাকগাহে। তিনি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি। আমার সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব, এমনটা স্বপ্নেও ভাবিনি।’
২০১৮ সালে (২০২১ সালে সংশোধিত) প্রকাশিত আইসিসির ক্রিকেটারদের যোগ্যতার নিয়ম অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ইচ্ছুক ট্রান্সজেন্ডার মহিলাদের খেলার সুযোগ দেওয়ার কথা বলা হয়। নিয়মানুযায়ী, এই সম্প্রদায়ের মহিলাদের মধ্যে যাদের সিরামে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে 5nmol-এর নিচে থাকে, তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর এই মাত্রা সর্বনিম্ন ১২ মাস ধরে ক্রমাগত মানদণ্ডের নিচে থাকতে হবে। পাশাপাশি ট্রান্সজেন্ডার ক্রিকেটারকে একজন মহিলা ক্রিকেটার হিসেবে খেলার সময় টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখতে হবে। এ ছাড়া মেডিকেল অফিসারকে একটি লিখিত এবং স্বাক্ষরিত ঘোষণা পত্র দিতে হবে। যেখানে তাঁর লিঙ্গ পরিচয় হবে ‘মহিলা’।
ড্যানিয়েলা আরও বলেন, ‘আমার টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারণ করার জন্য, দুই বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে রক্ত পরীক্ষা করিয়েছি। কার বিরুদ্ধে খেলেছি এবং কত রান করেছি সেটাও আমাকে প্রোফাইলে লিখতে হয়েছে। আমার চিকিৎসা সংক্রান্ত তথ্য আইসিসির কাছে পাঠানোর জন্য আমার ডাক্তাররা অনেক কাজ করেছেন। প্রতি মাসে রক্ত পরীক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ ক্রিকেট খেলতে গেলে অনেক ভ্রমণ করতে হয়।’
ট্রান্সজেন্ডার হিসেবে ক্রিকেট খেলার জন্য ড্যানিয়েলা তাঁর সামর্থ্য অনুযায়ী সবকিছুই করেছেন। এ বার দেখার তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর কেমন পারফর্ম করেন।