DC, IPL 2023: সুদিন ফিরল দিল্লির, প্রথম জয়ের খুশির মধ্যে ধরা পড়ল চোর!
Delhi Capitals, IPL 2023: প্রথম জয়ের পর খুশির হাওয়া দিল্লি শিবিরে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, দিল্লি পুলিশের সহায়তায় দিল্লি ক্যাপিটালস শিবিরে ফিরল তাঁদের চুরি হওয়া বহুমূল্য ব্যাট এবং অন্যান্য ক্রিকেট সরঞ্জাম।
নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সুখের দিন ফিরল… এমনটা এ বার বলাই যায়। বৃহস্পতিবার ঘরের মাঠে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ১৬তম আইপিএলে (IPL 2023) প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। চলতি আইপিএলের ২৮টি ম্যাচ হওয়ার পর ২ পয়েন্ট পেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দিল্লি শিবিরে তাই খুশির হাওয়া। এই খুশি আজ, শুক্রবার দ্বিগুণ হয়েছে। কারণ, দিল্লি ক্যাপিটালস শিবিরে ফিরেছে ক্রিকেটারদের চুরি হওয়া একাধিক দামি ব্যাট-প্যাড সহ ক্রিকেটের বিভিন্ন সরঞ্জাম। দিল্লির ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম যারা চুরি করেছিল, তারা দিল্লি পুলিশের হাতে ধরাও পড়েছে। নিজের ইন্সটাগ্রামে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) তাঁদের মূল্যবান জিনিস ফিরে পাওয়ার খবর জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, দিল্লি পুলিশের সহায়তায় দিল্লি ক্যাপিটালস শিবিরে ফিরল তাঁদের চুরি হওয়া বহুমূল্য ব্যাট এবং অন্যান্য ক্রিকেট সরঞ্জাম। ধরা পড়েছে চোরও। যদিও বেশ কয়েকটি ক্রিকেট সরঞ্জাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওয়ার্নার। এই খবর জানানোর পাশাপাশি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাতে ভোলেননি DC অধিনায়ক।
কখন চুরি হল ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শদের বহুমূল্য ক্রিকেট সরঞ্জাম?
আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পর ওয়ার্নার-মার্শরা তাঁদের ক্রিকেট সরঞ্জাম চুরির বিষয়ে জানতে পারেন। জানা গিয়েছিল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি গিয়েছে। শুধু তাই নয়, দিল্লি শিবির থেকে চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় ১৬ লাখ টাকা। কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগে দিল্লিতে পৌঁছে ব্যাগপত্র রুমে যাওয়ার পর ওয়ার্নার, মার্শরা বুঝতে পারেন যে তাঁদের কিট ব্যাগে থাকা ব্যাট, প্যাড চুরি গিয়েছে। এই চুরির ঘটনায় সকলেই অবাক হয়ে গিয়েছিল। দিল্লি শিবিরে চুরির ঘটনা হওয়ার পর প্রথমে লজিস্টিকস ডিপার্টমেন্ট, এরপর পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। দ্রুত তদন্ত শুরু হয়েছিল। এ বার তার ফল মিলল।