Tristan Stubbs ভিডিয়ো: একমাত্র ওভারে GT-র জোড়া উইকেট, দাদার ঝুলিতে লুকোনো ছিল ভয়ঙ্কর স্পিনার!
IPL 2024, Gujarat Titans: দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর এ কথা বলাই যায়। ইশান্ত শর্মা, মুকেশ কুমারের সৌজন্যে গুজরাট শিবিরে শুরুতেই বড় ধাক্কা লাগে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভয়ঙ্কর স্পিনারও রয়েছে। দাদার আস্তিনে লুকোনো ছিল নতুন অস্ত্র।
বোলিংও করতে পারেন! অবাক হওয়ারই কথা। আইপিএলে এ মরসুমে তাঁকে বল হাতে দেখা যায়নি। সার্বিক ভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ৭৯ ম্যাচে ৩০ ওভারের মতো বোলিং করেছেন। উইকেট মাত্র ৮টি। দিল্লি ক্যাপিটালসের তরুণ ক্রিকেটার ত্রিস্তান স্টাবস দুর্দান্ত ফিল্ডার। কিপিংও করতে পারেন। তিনি যে বোলিংও করতে পারেন আইপিএলে অন্তত বোঝা যায়নি। হঠাৎই তাঁকে একটা সুযোগ দিলেন ক্যাপ্টেন ঋষভ পন্থ। তাতেই কামাল।
দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর এ কথা বলাই যায়। ইশান্ত শর্মা, মুকেশ কুমারের সৌজন্যে গুজরাট শিবিরে শুরুতেই বড় ধাক্কা লাগে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভয়ঙ্কর স্পিনারও রয়েছে। দাদার আস্তিনে লুকোনো ছিল নতুন অস্ত্র।
গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে হঠাৎই ত্রিস্তান স্টাবসের হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। মূল স্পিনাররা থাকতে হঠাৎ পার্টটাইম স্পিনার কেন! এ মরসুমে তো বোলিংই করেননি। অফস্পিনার স্তাবস ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। পরপর বাউন্ডারি খাওয়ায় রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে যান। এতেই চমক। নবম ওভারের তৃতীয় ডেলিভারিতে তাঁর বোলিংয়ে অভিনব মনোহরকে স্টাম্প করেন ঋষভ পন্থ।
I.C.Y.M.I
𝗜𝗻 𝗮 𝗙𝗹𝗮𝘀𝗵 ⚡️
Quick Hands from Rishabh Pant helps Tristan Stubbs join the wicket taking party 👌
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #GTvDC pic.twitter.com/k8o8VPY2dk
— IndianPremierLeague (@IPL) April 17, 2024
ব্যাটিংয়ে পরিস্থিতি খারাপ হওয়ায় ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে বাধ্য হলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। ইমপ্যাক্টে নামেন শাহরুখ খান। তাঁকে প্রথম বলেই ফেরান স্টাবস। এটিও ঋষভের স্টাম্প। ভাগ্যও সঙ্গ দিয়েছিল। মাত্র এক ওভার বোলিং করানো হয় স্টাবসকে দিয়ে। ২ উইকেট নেন।