Deepak Chahar: তীব্র গতিতে আছড়ে পড়ল বল! ব্যাট করতে গিয়ে যা হল দীপক চাহারের…

একঝাঁক তরুণ ক্রিকেটার ভারতের ক্যারিবিয়ান সফরে গেলেও দীপক চাহারের নাম নেই তাতে। শুধু তাই নয় আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে হাত গুটিয়ে বাড়িতে বসে নেই তিনি। অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আর সেখানেই তীব্র গতির বলে ব্যাট করতে গিয়ে যা হল দীপক চাহারের...

Deepak Chahar: তীব্র গতিতে আছড়ে পড়ল বল! ব্যাট করতে গিয়ে যা হল দীপক চাহারের...
Deepak Chahar: তীব্র গতিতে আছড়ে পড়ল বল! ব্যাট করতে গিয়ে যা হল দীপক চাহারের...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 12:05 AM

নয়াদিল্লি: বর্তমানে চোটপ্রবণ ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনির এক প্রিয় ক্রিকেটার। দীপক চাহার (Deepak Chahar)। অবাক হবেন না। তিনি এখন কোনও চোট পাননি। বর্তমানে সুস্থই রয়েছেন। তবে চলতি বছরে শেষ বার তাঁকে ২২ গজে দেখা গিয়েছিল আইপিএল ফাইনালে। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ফাইনালে খেলার পর আর মাঠে নামেননি দীপক চাহার। চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন দীপক। এবং সিএসকেকে পঞ্চম আইপিএল খেতাব জিততে সাহায্যও করেছিলেন। কিন্তু এখনও তাঁর ভারতীয় টিমে (Team India) কামব্যাক হয়নি। ২০২২ সালের ডিসেম্বরে দীপক শেষ বার দেশের হয়ে খেলেছিলেন। একঝাঁক তরুণ ক্রিকেটার ভারতের ক্যারিবিয়ান সফরে গেলেও তাঁর নাম নেই তাতে। শুধু তাই নয় আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে হাত গুটিয়ে বাড়িতে বসে নেই তিনি। অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আর সেখানেই তীব্র গতির বলে ব্যাট করতে গিয়ে যা হল দীপক চাহারের… বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সদ্য ইন্সটাগ্রামে দীপক চাহার নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে দীপক চাহার নেটে অনুশীলন করছেন। এক বোলিং মেশিন থেকে পর পর আসতে থাকা বলের মুখোমুখি হচ্ছিলেন দীপক। সেখানে স্পিডোমিটারে দেখা যায় বলের গতি ঘণ্টায় ১৫০ কিমি। সেই বল খেলতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েন দীপক। তিনি জানান, ওই তীব্র গতির বল দেখতেই পাননি। ওই রকম প্রায় ১০টা বল হয়ে যাওয়ার পর তিনি বল দেখতে পান। সেই ভিডিয়ো শেয়ার করে দীপক ক্যাপশনে লেখেন, ‘অনেক জোরে বল আসছিল। ১০ দা বল হয়ে যাওয়ার পর আমি তা দেখতে পেয়েছিলাম।’

এখনও অবধি দেশের হয়ে ১৩টি ওডিআই ম্যাচে খেলেছেন দীপক চাহার। তাতে নিয়েছেন ১৬টি উইকেট নিয়েছেন এবং করেছেন ২০৩ রান। এ ছাড়া দেশের জার্সিতে এখনও পর্যন্ত তিনি ২৪টি টি-২০ ম্যাচে খেলে ২৯টি উইকেট নিয়েছেন এবং ৫৩ রান করেছেন।