শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে মাস্ক পরেনি বিরাটরা, বিতর্ক বাড়ালেন দোশী

শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর বিসিসিআই (BCCI) জানিয়েছিল, ভারতীয় ক্রিকেটারদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুমতি নেয়নি। বিরাট কোহলি সহ টিমের প্রায় সব প্লেয়ারই হাজির ছিলেন সেখানে। ওই দিন তাজ হোটেলে ব্যাপক ভিড়ও হয়। অধিকাংশ ক্রিকেটার নাকি চলে গিয়েছিলেন তারপর।

শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে মাস্ক পরেনি বিরাটরা, বিতর্ক বাড়ালেন দোশী
শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে মাস্ক পরেনি বিরাটরা, বিতর্ক বাড়ালেন দোশী (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2021 | 5:25 PM

লন্ডন: ওভাল টেস্টের (Oval Test) আগে রবি শাস্ত্রীর (Ravi Shastri) বই প্রকাশ অনুষ্ঠান (book launch ceremony) নিয়ে বিতর্ক এখনও থামছে না। তার পরই করোনা আক্রান্ত হন ভারতীয় টিমের কোচ। এ বার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া ভারতীয় ক্রিকেটাররা কেউই নাকি মাস্ক পরেননি। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারত ও বাংলার প্রাক্তন বাঁ হাতি স্পিনার দিলীপ দোশীও (Dileep Doshi)। তিনিই তুলে ধরেছেন এই তথ্য।

শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর বিসিসিআই (BCCI) জানিয়েছিল, ভারতীয় ক্রিকেটারদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুমতি নেয়নি। বিরাট কোহলি সহ টিমের প্রায় সব প্লেয়ারই হাজির ছিলেন সেখানে। ওই দিন তাজ হোটেলে ব্যাপক ভিড়ও হয়। অধিকাংশ ক্রিকেটার নাকি চলে গিয়েছিলেন তারপর। ওই ঘটনার জেরেই কি করোনা থাবা বসিয়েছিল ভারতীয় টিমে? যে কারণে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট খেলতে রাজি হয়নি ভারতীয় টিম।

দোশী বলেছেন, ‘বই প্রকাশ অনুষ্ঠানে আমি হাজির ছিলাম। প্রচুর ভিড় ছিল সেখানে। অনেক সেলিব্রিটি হাজির ছিলেন। ভিড়ের মধ্যেই আমি অবাক হয়ে খেয়াল করেছিলাম, ভারতীয় ক্রিকেটারদের কারও মুখেই মাস্ক ছিল না।’

পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর শাস্ত্রী ভিলেন হয়ে গিয়েছিলেন। দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য দোষী সাবস্ত হয়েছিলেন। এমনকি, ইংরেজ মিডিয়াও তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। দোশীর স্পষ্ট বক্তব্য, ‘ইংল্যান্ডে ডাবল ভ্যাকসিন হয়ে গিয়েছে বলেই সব কিছু খুলে দেওয়া হয়েছিল। সামাজিক অনুষ্ঠানগুলোও হচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যখন একটা টিম এই পরিস্থিতিতে কোনও দেশে সফর করছে, তখন ভিড় ছোট হোক আর বড়, মাস্ক পরাটা বাধ্যতামূলক। আমি ভারতীয় টিমের অংশ হলে নিশ্চিত ভাবে মাস্ক পরতাম। যাতে আমি নিরাপদ থাকি।’

দোষী এতেই থামেননি। আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাঞ্চেস্টার টেস্ট আয়োজন করতে চায়নি, এমনই মত তাঁর। দোশী বলেছেন, ‘কয়েক দিন আগেই আমার বন্ধু মাইকেল হোল্ডিংয়ের সঙ্গে কথা বলছিলাম। ও কিন্তু স্পষ্ট বলেছে, আইপিএলের জন্যই ভারত সফরের শেষ টেস্টটা খেলতে চায়নি। যাতে ভারতীয় ক্রিকেটাররা বাড়তি সময় পেয়ে যায়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু শেষ টেস্টটা খেলতে চেয়েছিল।’

আরও পড়ুন: India vs England 2021: আইসিসির উচিত ভারতকে টেস্ট সিরিজ জিতিয়ে দেওয়া: লক্ষ্মণ