Chris Gayle: সিপিএলে গেইলের ব্যাট ভেঙে দিলেন স্মিথ, দেখুন ভিডিও
ব্যাট ভাঙলেও সিপিএলের (CPL) সেমিফাইনালে দেখা মিলল গেইল ঝড়ের। পাশাপাশি ৭ উইকেটে ম্যাচ জিতে সিপিএলের ফাইনালে পৌঁছে গেল গেইলের দল।
সেন্ট কিটস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (Carrebian Premier League) সেমিফাইনালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (St Kitts and Nevis Patriots) বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্সের (Guyana Amazon Warriors) ম্যাচে ক্রিস গেইলের (Chris Gayle) ব্যাট ভেঙে দু টুকরো করে দিলেন গায়ানার বোলার ওডিন স্মিথ। ব্যাট ভাঙলেও সিপিএলের (CPL) সেমিফাইনালে দেখা মিলল গেইল ঝড়ের। পাশাপাশি ৭ উইকেটে ম্যাচ জিতে সিপিএলের ফাইনালে পৌঁছে গেল গেইলের দল।
গায়ানার পেসার ওডিন স্মিথ সেন্ট কিটসের চতুর্থ ওভারে বল করতে আসেন। সেই ওভারেই হঠাৎ দুরন্ত গতিতে বল করে ইউনিভার্স বসের ব্যাট ভেঙে দু টুকরো করে দেন ওডিন। যদিও তারপরই গেইল ঝড়ের দেখা মেলে। সেন্ট কিটসের ইনিংসের চতুর্থ ওভারে পরপর চার-ছয় মেরে সিপিএলে ২৫০০ রানের মাইলস্টোন টপকে গেলেন ইউনিভার্সাল বস। ৪২ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। ২৭ বলে ৫টি চার ও ৩টি ছয় দিয়ে ৪২ রান করে প্যাভিলয়নে ফেরেন গেইল।
Batting malFUNction for @henrygayle #GAWvSKNP #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/kuPgIs7DuY
— CPL T20 (@CPL) September 14, 2021
ওয়ার্নার পার্ক ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৭৯ রান তাড়া করতে নেমে ক্রিস গেইল ও এভিন লুইস ৫০ রানের পার্টনারশিপ গড়েন। গেইলের পর সাজঘরে ফেরেন সেন্ট কিটসের অধিনায়ন ডোয়েন ব্র্যাভো (৩৪)। ওপেনার এভিন লুইস ৭৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে গেইলরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফাফ সেইন্ট লুসিয়া কিংস।
Just the Universe Boss doing Universe boss things… #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/9k6Rh65rJw
— CPL T20 (@CPL) September 14, 2021
ALL SAINTS DAY! Time for the #CPLFinal as the @sknpatriots take on the @SaintLuciaKings . It is time for #CricketPlayedLouder to get real loud! #CPL21 #SLKvSKNP #CPLFinal pic.twitter.com/vlNEN3rMnj
— CPL T20 (@CPL) September 15, 2021
আরও পড়ুন: Chris Gayle: সিপিএলে ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাঁচ ভাঙলেন
আরও পড়ুন: CPL : আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি, এ কি করলেন পোলার্ড?