Duleep Trophy: ওয়েস্ট জোনকে লড়াইয়ে রাখলেন পাঞ্চাল
Duleep Trophy 2023, Final: ওয়েস্ট জোনকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে প্রিয়াঙ্ক পাঞ্চাল-সরফরাজ খান জুটি। পঞ্চম উইকেটে ৯৮ রান যোগ করেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে সাউথ জোনকে ব্রেক থ্রু দেন সাই কিশোর।

গত বারের চ্যাম্পিয়ন। এ বার প্রবল চাপে ওয়েস্ট জোন। দলীপ ট্রফির ফাইনালে এ বারও মুখোমুখি ওয়েস্ট জোন ও সাউথ জোন। গত বার বড় ব্যবধানে সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ওয়েস্ট জোন। তারকা সমৃদ্ব দল দিয়ে ফাইনালে প্রবল চাপে গত বারের চ্যাম্পিয়ন। তবে চতুর্থ দিনের শেষে তাদের লড়াইয়ে ফেরালেন অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দলীপের ফাইনালে প্রথম ইনিংসে ২১৩ রান করে সাউথ জোন। জবাবে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট জোন। ফাইনালে ভরসা দিতে ব্যর্থ চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদবরা। পৃথ্বী সাউ ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে লিড নিয়ে অ্যাডভান্টেজ ছিল সাউথ জোন। গত বারের চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরায় বোলিং আক্রমণ। দ্বিতীয় ইনিংসে সাউথ জোনকে ২৩০ রানেই অলআউট করে তারা। পাঁচ উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাডেজা।
চ্যাম্পিয়ন হতে ওয়েস্ট জোনের লক্ষ্য ছিল ২৯৮ রান। হাতে দেড়দিনের মতো সময়। যদিও শুরুটা ভালো হয়নি। ওপেনার পৃথ্বী শ মাত্র ৭ রানেই ফেরেন। তিনে নামা হার্ভিক দেশাই করেন ৪ রান। সবচেয়ে বড় হতাশা চেতেশ্বর পূজারার ব্যাটে। ৪৭ বল খেলে ১৫ রানেই ইতি পূজারার ইনিংস। আর এক তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের অবদান ৪ রান।
ওয়েস্ট জোনকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে প্রিয়াঙ্ক পাঞ্চাল-সরফরাজ খান জুটি। পঞ্চম উইকেটে ৯৮ রান যোগ করেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে সাউথ জোনকে ব্রেক থ্রু দেন সাই কিশোর। সরফরাজ খানকে বোল্ড করেন সাই। ৭৬ বলে ৪৮ রান ফেরেন সরফরাজ। চতুর্থ দিনের শেষে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে ওয়েস্ট জোন। শেষ দিন তাদের প্রয়োজন আরও ১১৬ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। ৯২ রানে অপরাজিত রয়েছেন ওয়েস্ট জোন ক্যাপ্টেন। শেষ দিন হার-জিত এখন পাঞ্চালের ব্যাটেই।





