Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরা

Watch Video: মণিপুরের বিরুদ্ধে আগামিকাল থেকে সৌরাষ্ট্রের রঞ্জি ম্যাচ শুরু হবে। তার জন্য প্র্যাক্টিস করছেন চেতেশ্বর পূজারা। মহারাষ্ট্র ম্যাচ ছাড়া চলতি রঞ্জি ট্রফিতে ভালো রান করেছেন পূজারা। তাও তাঁর জাতীয় দলে ফেরা হয়নি। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুপস্থিতিতেও ৩৬ বছর বয়সী পূজারার ডাক পড়েনি ভারতীয় টিমে।

Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরা
Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরাImage Credit source: X
Follow Us:
| Updated on: Feb 15, 2024 | 1:41 PM

কলকাতা: রাজকোটে কি দেখা যাবে না ভারতীয়দের রাজ? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে এই আশঙ্কা জেগেছে টিম ইন্ডিয়ার অনুরাগীদের মনে। রোহিত শর্মা ছাড়া রাজকোটে ভারতের টপ অর্ডার হুড়মুড়িয়ে পড়েছে। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট (Test Cricket) ম্যাচ। স্টেডিয়াম থেকে অল্প দূরেই নেট কাঁপাচ্ছেন জাতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। সৌরাষ্ট্রের হয়ে পরবর্তী ম্যাচ খেলার জন্য তিনি তৈরি হচ্ছেন। তাঁকে দেখার জন্যই রাজকোটে লাঞ্চ বিরতিতে অনেকেই ঢুঁ মারলেন সৌরাষ্ট্রের নেটে।

মণিপুরের বিরুদ্ধে আগামিকাল থেকে সৌরাষ্ট্রের রঞ্জি ম্যাচ শুরু হবে। তার জন্য প্র্যাক্টিস করছেন চেতেশ্বর পূজারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চেতেশ্বর পূজারার নেটে অনুশীলনের সেই ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে পূজারাকে বেশ কিছু রক্ষণাত্মক শট খেলতে। এবং কয়েকটি আক্রমণাত্মক শটও খেলতে দেখা যায় টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ব্যাটার চেতেশ্বর পূজারাকে। ভারত-ইংল্যান্ড রাজকোট টেস্টে লাঞ্চ বিরতি হতেই রোহিতদের ম্যাচ দেখতে আসা একাধিক দর্শক চলে যান সৌরাষ্ট্রের নেটে। সেখানে তাঁরা উপভোগ করেন পূজারার ব্যাটিং। তৃতীয় টেস্টে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুপস্থিতিতেও ৩৬ বছর বয়সী পূজারার ডাক পড়েনি ভারতীয় টিমে।

১০৩টি টেস্টে খেলা চেতেশ্বর পূজারা চলতি রঞ্জি মরসুমে ভালো ছন্দে রয়েছেন। মহারাষ্ট্রর বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকিগুলিতে রানও পেয়েছেন। কয়েকদিন আগে চেতেশ্বর পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হয়েছেন। গত ৬টি প্রথম শ্রেণির ম্যাচে একটি ডাবল সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিও করেছেন চেতেশ্বর পূজারা। কিন্তু নির্বাচকরা তারপরও পূজারাকে টিমে ফেরানোর পথে হাঁটেনি।