Pink Ball Match : ভাইয়ের পথেই দাদা, ইডেনে ফের গোলাপি বলে দিন-রাতের ম্যাচ
Day Night Match : ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথে এ বার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তিনি এখন সিএবি প্রেসিডেন্ট। এ বারও সিএবি প্রথম ডিভিশন লিগের ফাইনাল হবে গোলাপি বলে। দিন-রাতের এই ফাইনালে মুখোমুখি হতে চলেছে টাউন ক্লাব ও কালীঘাট ক্লাব। শুধু তাই নয়, এ বার মেয়র্স কাপের ফাইনালও হবে গোলাপি বলেই।
কলকাতা : গোলাপি বলে দিন-রাতের টেস্ট শুরু হয়েছিল বহু আগেই। ২০১৫ সালে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অ্যাডিলেড ওভালে সেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে প্রথম বার গোলাপি বলে দিন-রাতের ম্যাচ হয় ২০১৬ সালে। তবে সেটি আন্তর্জাতিক ম্যাচ নয়। ভারতীয় ক্রিকেটে প্রথম গোলাপি বলে দিন-রাতের ম্যাচ হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। সিএবি প্রথম ডিভিশন লিগের ফাইনালে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ভবানীপুর ক্লাব। বাংলা ক্রিকেট সংস্থাই পথ দেখিয়েছিল। আবারও ইডেনে হতে চলেছে গোলাপি বলে দিন রাতের ম্যাচ। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটকে পথ দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সে সময় বাংলা ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। ক্লাব ক্রিকেটের ফাইনালকেও যে আকর্ষণীয় করে তোলা যায় এই দূরদর্শিতা দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ক্লাব ক্রিকেটের সেই ম্যাচটি স্টার স্পোর্টস সম্প্রচারও করেছিল। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টও হয় কলকাতার ইডেন গার্ডেন্সেই। ২০১৯ সালে ভারত সফরে এসেছিল বাংলাদেশ। দু-ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল ইন্দোরে। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্টটি হয়েছিল গোলাপি বলে। অধিনায়ক বিরাট কোহলি শতরান করেছিলেন সেই ম্যাচে। ভারতের প্রথম গোলাপি বলে টেস্ট খেলার ক্ষেত্রেও ভূমিকা নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ইডেনে ভারত-বাংলাদেশ ডে-নাইট টেস্ট হয়। এরপরও ভারত গোলাপি-বলে দিন রাতের টেস্ট খেলেছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেই গোলাপি টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ভারত। তবে ২০২১ সালে ঘরের মাঠে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের গোলাপি বলে টেস্টে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথে এ বার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তিনি এখন সিএবি প্রেসিডেন্ট। এ বারও সিএবি প্রথম ডিভিশন লিগের ফাইনাল হবে গোলাপি বলে। দিন-রাতের এই ফাইনালে মুখোমুখি হতে চলেছে টাউন ক্লাব ও কালীঘাট ক্লাব। শুধু তাই নয়, এ বার মেয়র্স কাপের ফাইনালও হবে গোলাপি বলেই। আগামী কাল সোমবার শুরু অনূর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেট, মেয়র্স কাপের ফাইনাল। মুখোমুখি হবে নব নালন্দা হাইস্কুল ও রত্নাকর নর্থ পয়েন্ট। দু-দলই ইডেনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।